জি বাংলার মহালয়ায় বিশেষ চমক! 'মাতৃ'রূপে শুভশ্রী, টিজারে শোরগোল নেটপাড়ায়

মহিষাসুরমর্দিনীরূপে শুভশ্রীকে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ 'ওয়েডিং শুট নাকি?'

মহিষাসুরমর্দিনীরূপে শুভশ্রীকে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ 'ওয়েডিং শুট নাকি?'

author-image
IE Bangla Web Desk
New Update
Subhashree Ganguly, Subhashree Ganguly as Maa Durga, Zee Bangla Mahalaya, Mahalaya 2021, tollywood, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জি বাংলা মহালয়া, bengali news today

জি বাংলার মহালয়ায় 'মাতৃ'রূপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়

প্রতিবছরই পুজোর আগে জোর টক্কর শুরু হয়, কোন চ্যানেলের মহালয়া সবচাইতে বেশি আকর্ষণীয় হবে? কার কন্টেন্ট কতটা বেশি সমৃদ্ধ হবে? তবে দর্শকদের উৎসাহ খানিক অন্য জায়গায়। সেটা হল এবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে? এবারও তার অন্যথা হয়নি। সম্প্রতিই জানা গিয়েছে যে, কালার্স বাংলায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mullick)। পিছিয়ে নেই স্টারজলসাও। সংশ্লিষ্ট চ্যানেলে মা দুর্গার ভূমিকায় অসুর নিধন করবেন টেলিদর্শকদের প্রিয় রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার চমক দিল জি বাংলা। জি বাংলার জমজমাট পরিকল্পনা।

Advertisment

মহিষাসুরমর্দিনী কে হচ্ছেন? সেই খবর জানতেই এতদিন মশগুল ছিলেন দর্শকরা। শেষমেশ প্রকাশ্যে এল সেই তথ্য। সঙ্গে অভিনব টিজার। জি বাংলার মহালয়ায় মহিষাসুরমর্দিনীরূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। প্রথম ঝলকে 'মাতৃ'রূপে বাজিমাত করলেন অভিনেত্রী। খোলা চুল। কপালে আঁকা উল্কি। একমাথা সিঁদুর। নাকে বড় নথ। আভরণ-অলংকারে ভূষিত দেবীর ভূমিকায় ধরা দিলেন অভিনেত্রী। তবে উল্লেখ্য, শুভশ্রী-অনুরাগীরা এতে বেজায় খুশি হলেও মায়ের ভূমিকায় নেটপাড়ার একাংশের না-পসন্দ অভিনেত্রীকে। অতঃপর সমালোচনা করতেও ছাড়লেন না।

publive-image

<আরও পড়ুন: কাজের প্রতি দায়বদ্ধতা, মাতৃবিয়োগের ৪৮ ঘন্টা পরই উড়ে গেলেন লন্ডন, অক্ষয়কে ‘কুর্নিশ’>

Advertisment

মা হওয়ার পর চেহারায় পরিবর্তন এসেছে শুভশ্রীর। ছিপছিপে ফিগার এখন অতীত। সেই কটুবাক্যও প্রয়োগ করেছেন নেটিজেনরা। কেউ বা আবার খুঁজে বেড়াচ্ছেন মহিষাসুরমর্দিনীরূপে সংযুক্তা ভট্টাচার্যকে। তাঁরা যে এখনও সেই মহালয়া দেখতেই পছন্দ করেন সপাটে জানিয়ে দিয়েছেন। একদলের আবার প্রশ্ন, "এটা কি মডেল শুট না ওয়েডিং শুট?" কেউ কেউ আবার দূর্গার ভূমিকায় শুভশ্রীর অভিব্যক্তিকে দুর্বল বলে তকমা দিয়েছেন। জি বাংলার মহালয়ার টিজার প্রকাশ্যে আসামাত্রই 'নানা মুনির নানা মত'।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Subhashree Ganguly Zee Bangla tollywood durga puja 2021 Mahalaya 2021