Advertisment

দুবাইয়ে স্কাই ডাইভিংয়ে ব্যস্ত শুভশ্রী, দেখুন ভিডিও

আকাশে উড়তে উড়তে ঈগলের চোখ দিয়ে বসুন্ধরাকে দেখার অভিজ্ঞতা ক্যামেরাবন্দী করেছেন নায়িকা। তবে সেখানে দেখা মিলল না রাজের। ট্রেনারের সঙ্গেই আকাশ পথে যাত্রা করেছিলেন শুভশ্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
subhashree

ট্রেনারের সঙ্গেই আকাশ পথে যাত্রা করেছিলেন শুভশ্রী।

সদ্য শেষ করেছেন 'পরিণীতা' ছবির শুটিং। তারপরেই সোজা গন্তব্য দুবাই। নিছকই ছুটি কাটাতে। যাওয়ার সময় থেকেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে চলেছেন এই দম্পতি। কথায় বলে না ''লাভ ইজ ইন দ্য এয়ার''- এই দুই লাভ বার্ডসের জন্য তা আক্ষরিকভাবেই মিলে গেল। দুবাইয়ে গিয়ে স্কাই ডাইভিংয়ে মাতলেন শুভশ্রী। ইন্স্টাগ্রামে সেই ভিডিওই পোস্ট করেছেন নায়িকা।

Advertisment
View this post on Instagram

Like an Eagle ????

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আকাশে উড়তে উড়তে ঈগলের চোখ দিয়ে বসুন্ধরাকে দেখার অভিজ্ঞতা ক্যামেরাবন্দী করেছেন নায়িকা। তবে সেখানে দেখা মিলল না রাজের। ট্রেনারের সঙ্গেই আকাশ পথে যাত্রা করেছিলেন শুভশ্রী। ছোটবেলার শখ পূরণ হল রাজ ঘরনীর। নিজেই একথা জানিয়েছেন ছবির ক্যাপশনে।

Advertisment

আরও পড়ুন, অভিনেতা না পরিচালক কোন শিবপ্রসাদকে এগিয়ে রাখলেন জয়া?

View this post on Instagram

#skydivedubai #childhooddesire #happyme

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

ভোটের আগে দুবাইয়ের পথে রওনা দেওয়ার সময় থেকেই ছবি পোস্ট করে চলেছেন রাজ। বিমানে উঠে তো বন্ধুর দেখাও পেয়ে যান রাজ-শুভশ্রী। 'পরিণীতা' ছবির মাধ্যমেই সেলুলয়েডে কামব্যাক করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাও আবার রাজ চক্রবর্তীর পরিচালনায়।

আরও পড়ুন, প্রকাশ্যে বনি-কৌশানির ‘জানবাজ’ ছবির পোস্টার

View this post on Instagram

Me and my best friend #mammalove @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

ফেসবুক থেকে এই ছবির গল্প খুঁজে পান রাজ চক্রবর্তী। ‘পরিণীতা’, আদ্যপান্ত প্রেমের ছবি বলেই ঠাওর করা হচ্ছে। শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও ছবিতে দেখা যাবে আদৃতকে। ছবিতে শুভশ্রী অভিনীত চরিত্রের নাম মেহুল। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরা সামলেছেন মানস গঙ্গোপাধ্যায়। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক রয়েছে ‘পরিণীতা’য়।

Subhasree Ganguly
Advertisment