/indian-express-bangla/media/media_files/2025/01/05/hGqGlNLvhPPqiNi7p8Tf.jpg)
সোশ্যাল মিডিয়ায় সুদীপের পোস্টে ঘিরে হইচই
Sudip Mukherjee Facebook Post: বাংলা মেগার অন্যতম পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এই টেলি অভিনেতা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট শেয়ার করেন। কখনও ট্রোলের জবাব দেন তো কখনও আবার পরিবারিক ছবি শেয়ার করেন। স্ত্রীর জন্মদিনে তাঁর উদ্দেশ্যে ভালবাসার মাখা একটি পোস্টও শেয়ার করেছিলেন সুদীপ।
রবিবার সকালে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে অন্যের বউকে সেবা করা নিয়ে খোঁচা দিয়েছেন সুদীপ। তাঁর মতে, জীবে 'সেবা করে যেই জন...'বিবেকানন্দের উক্তির অব্যবহার করছে অনেকেই। সুদীপ তাঁর পোস্টে লিখেছেন, 'ঠাকুর বলেছেন, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। লেজেন্ডরা সেটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। নিজের বউরে ছেড়ে পরের বউরে সেবা করে যেই জন...।'
,সুদীপের আরও একটি পোস্ট লেখা, 'মানুষ ঠকিয়ে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়?' কমেন্ট বক্সে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মজা করেছেন তো কেউ আবার নিজের মত ব্যক্ত করেছেন। কী কারণে এই ধরনের পোস্ট সুদীপ শেয়ার করেচেন সেই বিষয়ে অবশ্য কিছু বলেননি। নিছক মজার না এর পিছনে রয়েছে কোনও অন্তর্নিহিত কারণ? সেই উত্তর অধরা।
প্রসঙ্গত, লীলা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে এবার অপরাজিতা ঘোষের সঙ্গে জুটি বাঁধছেন সুদীপ। প্রথমবার এই জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি দেখার অপেক্ষায় বাংলা মেগার দর্শক। অপরাজিতার সঙ্গে ঋষি কৌশিকের কেমেস্ট্রি একেবারে হিট। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল সুদীপকে নিয়ে এক্সপিরিমেন্ট?
আরও পড়ুন: অসম প্রেমের গল্প বুনছেন লীনা, প্রথমবার সুদীপ-অপরাজিতা জুটি নিয়ে কী বলছেন চিত্রনাট্যকার?
এই প্রশ্নের উত্তরে লীনার সাফ জবাব, 'একজনের সঙ্গে কেমেস্ট্রি দর্শক এতদিন উপভোগ করেছে। সেটা অবশ্যই ভাল। কিন্তু, তার বাইরে আর কোনও কেমেস্ট্রি তৈরি হবে না এমনটা তো নয়। আগে কখনও অপরাজিতা-সুদীপ জুটিকে দর্শক দেখেনি। এটা নিয়ে আগে কখনও পরীক্ষাও হয়নি। দেখা যাক দর্শকের কেমন সাড়া পাওয়া যায়।' উল্লেখ্য, এই ধারাবাহিকের মাধ্যমে লম্বা বিরতি কাটিয়ে মেগায় গ্র্যান্ড কামব্যাক সায়কের।