Rahul Banerjee on Thakurpukur Accident: 'সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ', ভয়ঙ্কর ক্ষুব্ধ রাহুল...

Thakurpukur Accident: ঋ-কে নিয়েও তিনি প্রশ্ন করেছেন। মানুষ কি সাধারণ নাগরিক বোধ হারিয়েছেন, সেই নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়মবিরুদ্ধ কাজ, সেখানে তিনি কী করে এই কাজ করলেন?

Thakurpukur Accident: ঋ-কে নিয়েও তিনি প্রশ্ন করেছেন। মানুষ কি সাধারণ নাগরিক বোধ হারিয়েছেন, সেই নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়মবিরুদ্ধ কাজ, সেখানে তিনি কী করে এই কাজ করলেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
thakurpukur accident kolkata rahul banerjee furious tollywood

Rahul on Thakur Pukur Incident: নাগরিকবোধ নিয়ে প্রশ্ন করলেন রাহুল... Photograph: (ফাইল চিত্র )

Rahul Banerjee on Thakurpukur Accident: পানশালায় উদ্দাম আনন্দ যে জীবনে এহেন বিপদ ডেকে আনবে যেন কল্পনাও করতে পারেননি ঋ। সান বাংলার ধারাবাহিকের ভাল টিআরপি উদযাপন করতেই তাঁরা নেশায় মত্ত হয়ে ওঠেন। তারপর মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে শুরু করেন অভিযুক্ত পরিচালক। তারপরেই ভয়ঙ্কর ক্ষতি। তাঁর গাড়ির ধাক্কায় মৃত ১। 

অতীতের তিক্ততা ভুলে পুনরায় একসঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ সানি দেওলের

Advertisment

যে ভিডিও ভাইরাল হয়, সেখানে শ্রিয়া বসুর কাণ্ডকারখানায় চরম নিন্দার ঝড়। নেশায় আসক্ত সেই রমনীর নিজেকে ধরে রাখার ক্ষমতাটুকু ছিল না। তিনি রীতিমতো উল্টে পড়ে যান। এত ভয়ঙ্কর নেশায় গ্ল্যামার ওয়ার্ল্ডের উশৃঙ্খল আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, অভিনেত্রী ঋ জানিয়েছিলেন, তিনি এই ঘটনায় ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছেন। এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছিলেন তাঁর নাকি প্রচণ্ড শরীর খারাপ। এদিকে, সেই মদ্যপ পরিচালককে নিয়ে সাংঘাতিক রাগে-ক্ষোভে রাহুল বন্দ্যোপাধ্যায়। 

OTT-ই যাদের কাছ সোনার চামচ, ভাগ্য ফিরল যে ৫ অভিনেতার

এমনকি ঋ-কে নিয়েও তিনি প্রশ্ন করেছেন। মানুষ কি সাধারণ নাগরিক বোধ হারিয়েছেন, সেই নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়মবিরুদ্ধ কাজ, সেখানে তিনি কী করে এই কাজ করলেন? রাহুল কিছুতেই মানতে পারছেন না সেই ঘটনা। তিনি সমাজ মাধ্যমে এই নিয়ে পোস্ট করেছেন। দাবি করেছেন শাস্তির। তিনি লিখছেন... 

Advertisment

আরও পড়ুন -  Sudipta Chakraborty Thakurpukur: মদ্যপ পরিচালকের গাড়িতে বলি ১, সুদীপ্তার কথায়, 'এটা ব্যক্তিগত সমস্যা, ইন্ডাস্ট্রির ডিসিপ্লিন দায়ী নয়..'

"বাহ্ কি সুন্দর না? মানসিক ট্রমা? আরে তোরা এতো বড়  বড়  কথা বলিস সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ বসবো না? যার বাড়িতে শেষে মিটিং করে মদ খাওয়া হয় তার দায় নেই এই মাতালদের বাইরে ছাড়ার? গাড়ি রাখতে পারো আর পার্টির দিন ড্রাইভার রাখতে পারো না? এদের সবরকম কার্ড কাজের অধিকার নিয়ে নেওয়া হোক...আর আইনের সব রাস্তা যেন খোলা থাকে শাস্তি দেওয়ার..." 

'প্রচণ্ড গায়ের জোর ছিল...', মহানায়ক উত্তমকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?

উল্লেখ্য, ঠাকুরপুকুরের গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিচালককে। তাঁকে ১০ তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখা হবে। তারপর কোর্টে পেশ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

Thakur pukur Car Accident Rahul Arunoday Banerjee tollywood Tollywood Actress tollywood news