Sudip Wishes Preetha On Birthday: বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায়। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও তাঁর জুড়ি মেলা ভার। কর্মজীবনের সৌজন্যে লাইমলাইটে থাকেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে যে একেবারেই চর্চায় থাকেন না এমনটা কিন্তু, নয়। বিশেষ করে হাঁটুর বয়সী পৃথাকে বিয়ে করতেই চারিদিকে একেবারে ছিঃ ছিঃ রব! এত অল্পবয়সী মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু, সেসব এখন অতীত। বরং আনন্দের সঙ্গে হইহই করে বৈবাহিক জীবন কাটাচ্ছেন সুদীপ-পৃথা। স্ত্রীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
সমাজমাধ্যমের পেজে স্ত্রী পৃথার বেশ কয়েকটি ছবির কোলাজ বানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুদীপ। তিনি লেখেন, '১৩ বছর আগে আমাদের দেখা হয়েছিল। একে অপরের প্রতি প্রেম অনুভব করেছিলাম। এরপর আমরা একসঙ্গে পথ চলা শুরু করি। প্রথমবার আমাদের সন্তানের মা হয়েছ। তারপর তো আরও অনেক পথ একসঙ্গে চলছি। আমরা একসঙ্গে সব সমস্যার সম্মুখীন হয়েছি।'
সুদীপ আরও যোগ করেন, 'আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অনেক খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছি। তুমি আমাদেরকে এক সুতোয় বেঁধে রেখেছ। সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি আর আগামী দিনেও করব। আমার ভালবাসাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার সন্তানদের মাকে জন্মদিনের শুভেচ্ছা।'
সোশ্যাল মিডিয়ায় পৃথাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটনাগরিকরা। সুদীপ পেশায় একজন অভিনেতা, আর স্ত্রী একজন ওডিসি ও ক্লাসিক্যাল ডান্সার। সমাজমাধ্যমের পেজে স্বামী-স্ত্রীর লাভিডাভি মোমেন্টের ছবি পোস্ট করেন পৃথা।
চলতি বছরের জুন মাসেই সুদীপের কোলে বসে মাখমাখ প্রেমের ছবি শেয়ার করেছিলেন পৃথা। স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে ফুরফুরে মুডে ক্যামেরাবন্দি হয়েছিলেন সুদীপ। উল্লেখ্য, কাজের ফাঁকে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেতা। পৃথা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে দুই ছেলেকে নিয়ে 'ড্যাডি কুল' সুদীপের ইমেজের তারিফ করেছিল ভক্তরা।