/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/sudipa.jpg)
Sudipa Chatterjee- কী করতে চলেছেন অভিনেত্রী?
দীর্ঘ ১২ বছর ধরে টেলিভিশনে তাঁর শো ছিল সুপারহিট। বিকেল ৫টা বাজতেই মানুষ রান্নাঘর দেখতে বসে পড়তেন। একসময় সেই শো পরিচিতি পেল সুদীপার রান্নাঘর হিসেবে।
বছর দেড়েক আগে শেষ হয়েছিল সুদীপার রান্নাঘর। তারপর থেকে তাঁকে আর শো করতে দেখা যায় নি। বরং, নিজের ব্যবসার দিকেই জোর নজর দিয়েছিলেন তিনি। পাশাপশি, সাংসারিক জীবনে ঘটে গিয়েছে নানা ঘটনা। স্বামীর অসুস্থতার পাশাপাশি মায়ের চলে যাওয়া, সবটাই সামলেছেন নিজের হাতে।
কিন্তু এবার, নতুন করে শুরু করার পালা। সুদীপা ফিরছেন নিজের জগতে? নাকি অন্য কোনও বিষয়। সকাল হতেই অভিনেত্রী জানিয়েছেন এমন একটি খবর। সুদীপার সংসার আসছে এবার! তাহলে কি এবার প্রকাশ্যে সংসার নিয়ে আলোচনা করবেন? সেই বিষয়ে কিছুই জানান নি। যদিও, সুদীপা ইঙ্গিত দিয়েছেন বড় কিছুই হতে চলেছে।
অনুরাগীরা একের পর এক প্রশ্ন করেছেন। তাহলে কি তিনি টিভিতে ফিরছেন? অভিনেত্রী জানিয়েছেন টিভিতে ফিরছেন না তিনি। তাহলে কি নতুন ইউটিউব চ্যালেনে আসছেন? এই বিষয়েও অভিনেত্রী জানিয়েছেন ক্রমশ প্রকাশ্য। তাহলে যে কী হতে চলেছে এটা তো নিজেই জানেন।
প্রসঙ্গত, রান্নাঘর শেষ হওয়ার পর যবে থেকে তিনি ব্যবসায় মন দিয়েছিলেন, তাঁকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। কখনো শাড়ির অতিরিক্ত দাম আবার কখনও তাঁর আচরণ..বেশ মুশকিলে পড়েছিলেন তিনি।