Advertisment

অতিরিক্ত লাভ নাকি লুট, লাখ টাকা দাম জামদানি শাড়ির! শাহরুখের পুত্রের পথেই সুদীপা?

পুজোর আগেই আকাশছোঁয়া দাম শাড়ির! মানুষকে লুটছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sudipa Chatterjee mother died tollywood news

Sudipa chatterjee- শোকে পাথর সুদীপা

রান্নাঘরের একসময় পরিচিত মুখ তিনি। জি বাংলায় একদশকের ওপর শো করেছেন। সুদীপার রান্নাঘর বলেই বেশি পরিচিতি। কিন্তু, এখন তিনি এসব ছেড়ে শাড়ির ব্যবসা করতে ব্যস্ত। বেশ অনেকদিন ধরেই এই কাজ করছেন, এবার যেন তাঁর শাড়ির দাম শুনে আঁতকে ওঠার জো!

Advertisment

বাংলাদেশী মসলিন শাড়ির জনপ্রিয়তা নিদারুণ। আর পুজো সামনেই, অন্তত প্রত্যেক বাঙালি রমণীর মনে পুজোর একদিন জামদানি পড়ার শখ থাকলেও সুদীপার শাড়ির দাম দেখলে সেই শখ আর শখ থাকবে না। বরং জল হয়ে গেলে যাবে। বাংলাদেশ থেকে শাড়ি এনেই তাঁকে এত দামে বিক্রি! শহর কলকাতার বুকে এও সম্ভব! কত দাম সুদীপার শাড়ির?

যেখানে, বাংলাদেশের অরিজিনাল মসলিনের দাম অনেক কম সেখানে সুদীপার শাড়ির নাকি দেড় লাখ টাকা দাম? কোনও মসলিন ৭৮ হাজারের, আবার কোনটি ১.৩ লক্ষ টাকা। শাড়ি প্রেমী মানুষের পিলে চমকে যাওয়ার জোগাড়। শাড়ি হাতেও নিতে হয়নি তাঁদের। দাম শুনেই চোখ কপালে। কেউ কেউ তো চূড়ান্ত তুলোধোনা করলেন তাঁকে। বলে বসলেন, এরম মরাখেকো শাড়ির এত দাম? আবার কেউ বললেন, এই একটা শাড়ির এত দাম? বললেই হল! আবার কেউ জানালেন, তাঁর কাছে এর থেকে ভাল শাড়ি আছে, দাম মাত্র ১০০০ টাকা।

আরও পড়ুন - ‘এবার তো আসল মজা…’, ঝড়ো হাওয়া, শিকলে বাঁধা শাহরুখ! হচ্ছেটা কী?

Advertisment

এখানেই শেষ নেই। শাড়ি বিক্রি করার নাম করে, কেউ কেউ তাঁকে মানুষ লোটার কথাও বললেন। তাঁরা এমনও দাবি করলেন, যে এভাবে শুধু মানুষের ক্ষতি করা যায়। না তো শাড়ি ভাল, না তো তাঁর ডিজাইন...বেশিরভাগের এমন মন্তব্য যে পছন্দ করার মতো জিনিস না। যদিও, এসব মন্তব্যের উত্তর দেননি সুদীপা। এমনিতেও অনেকেই দাবি করেন, তাঁর শাড়ির দাম অন্যদের তুলনায় অনেক বেশি। এবার যেন সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য, তারকাদের ব্যাবসা নতুন কথা নয়। বলিউড থেকে টলিউড সর্বত্রই তারকারা অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় বিনিয়োগ রাখেন। কিন্তু সুদীপার সঙ্গে অনেকটা মিল রয়েছে আরিয়ান খানের। সেও তাঁর নিজের ব্র্যান্ড লঞ্চ করতেই আঁতকে উঠেছিলেন বেশিরভাগ। এমনকি শাহরুখ পাশে থেকেও আরিয়ানের ব্র্যান্ডের ভাল ওপেনিং করতে পারেননি। আকাশছোঁয়া দামের কারণেই বেশিরভাগই রেগে গিয়েছিলেন। এবার কি তবে সুদীপাও? শাহরুখ পুত্রের দেখানো রাস্তাতেই হাঁটলেন?

tollywood Entertainment News Sudipa Chatterjee
Advertisment