Our little prince #Aadidev (Aadi),says “Hello” to the World.. Hugs n love to @gbsaltlake @RumanGangulyTOI @ziniasenTOI @bhaswati10 @Sudip69ES pic.twitter.com/EbR0O3hcXb
— Sudipa Chatterjee (@sudiparannaghor) November 22, 2018
আরও পড়ুন, সুদীপার সাধ, দেবীর আগমনের সঙ্গেই নতুন খুশি অগ্নিদেবের বাড়িতে
১৬ নভেম্বর ভাগীরথী নেওটিয়া হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। সেদিও নেটপাড়া থেকেই খবর পাওয়া গিয়েছিল তাঁর। মা হওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন বলে জানা গিয়েছে। এদিকে সন্তান জন্মের পর থেকেই টুইটার শুভেচ্ছা উপচে পড়তে শুরু করেছে। ঋতুপর্ণা থেকে শুরু করে টলিউডের রথি-মহারথিরা শুভেচ্ছা জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়কে।
Thank u.. https://t.co/X5lMDziAKo
— Sudipa Chatterjee (@sudiparannaghor) November 12, 2018
Little Adi says,Hello to Abir Uncle.. ???? https://t.co/3KDtRSJbXV
— Sudipa Chatterjee (@sudiparannaghor) November 19, 2018
কয়েক মাস আগে জনপ্রিয় শো রান্নাঘর থেকে বিরতি নেন সুদীপা চট্টোপাধ্যায়। তখনই শোরগোল পড়েছিল কেন ছাড়লেন এই শো। রহস্যের সমাধান হয়েছিল কিছুদিন পরে তাঁর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসতে। তবে অগ্নিদেবের সঙ্গে নামে মিল রয়েছে পুত্রর।