Sudipa Chatterjee: সবাই মহাকুম্ভে ডুব দিয়ে মোক্ষলাভ করছে ভূত হয়ে একা বাঁচবো কী করে: সুদীপা চট্টোপাধ্যায়

Sudipa Chatterjee On Maha Kumbha: মহাকুম্ভে পুণ্যস্নান করতে ছুটছেন সাধারণ মানুষ থেকে হাইপ্রোফাইল ব্যক্তিত্বরা। এর মাঝে নিজের ভবিষ্যৎ নিয়ে কেন চিন্তিত অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
sudipa chatterjee, sudipa chatterjee injured, sudipa birthday

'ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি', আচমকা কী হল 'সুদীপা চট্টোপাধ্যায়ের?

Sudipa Chatterjee Post: মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা সহ দেশ-বিদেশের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা পণ্য অর্জনের জন্য 'ত্রিবেণী সঙ্গম'-এ ডু দিচ্ছেন। নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি মহাকুম্ভে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন। কেউ দিক্ষা নিয়ে জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

অভিনয় ছাড়লেন 'ইন্দু সরকার' খ্যাত অভিনেত্রী ইশিকা তেনেজা। সিনেমা পরিচালনা বা প্রযোজনা করলেও আর কোনওদিন পর্দায় অভিনেত্রী হিসেবে দেখা যাবে না। চারিদিকের এই চিত্র দেখে বেজায় চিন্তিত অভিনেত্রী ও রিয়্যালিটি শোয়ের সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। ভবিষ্যৎয়ের ভাবনায় কপালে চিন্তার ভাঁজ!

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। সবাই মহাকুম্ভে ডুব দিয়ে মোক্ষলাভ করে ফেললে এই দুনিয়ায় তিনি একা কী করে থাকবেন? যাঁরা মহাকুম্ভে যাচ্ছেন তাঁদেরকে একপ্রকার খোঁচা মেরে হেঁয়ালি করে সুদীপা লিখেছেন, 'ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে তাঁদের তো সবারই মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচবো কী করে? মগডালে পা ঝুলিয়ে-আড্ডা হবে না?'

'ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি' ক্যাপশনে পোস্টটি শেয়ার করেছেন সুদীপা। সহমত পোষণ করেছেন টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। বেটারহাফ অগ্নিদেবের ৬০তম জন্মদিন সেলিব্রেশনের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুদীপা। নৈশভোজে পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দর সময়ের কোলাজে রিলও শেয়ার করেছেন।

রান্নার শোয়ের সঞ্চালক হিসেবে সুদীপার একটা আলাদা পিরিচিতি আছে। এছাড়াও নিজস্ব বুটিক রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সুদীপা চট্টোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে নিজের মতও শেয়ার করেন। উল্লেখ্য, মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং বলেছিলেন, ওখানে গেলে ভিড়ের চাপে তিনি মরে যাবেন। তাঁর এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film reality show Sudipa Chatterjee Bengali Film Industry cooking show