পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়, একথা সবারই জানা। তিনি আগেই জানিয়েছিলেন বড়দিনে উপহার দেবেন তার দর্শককে। কথা রাখলেন তিনি। ২৫ ডিসেম্বর আসতে না আসতেই উপহার নিয়ে হাজির হলেন তিনি। ‘সান্টা’র সাজে ছেলে আদিদেভের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় ছেলে আদিদেভের ছবি পোস্ট করলেন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়।
আর ছবি সোশালে আসার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল। অনেকে আবার ছোট সুদীপা না অগ্নিদেব সেই নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন ছবির কমেন্টেই। ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০০৮ সালে কোন সে আলোর স্বপ্ন নিয়ে- ধারাবাহিকে কাজ করেছিলেন তারা, শুরুটা সেখানেই।
আরও পড়ুন, দেবজ্যোতি মিশ্রর সুরে গাইলেন ইমন
গত ১৬ নভেম্বর ভাগীরথী নেওটিয়া হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। সেদিও নেটপাড়া থেকেই খবর পাওয়া গিয়েছিল তাঁর। মা হওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। সন্তান জন্মের পর থেকেই টুইটার শুভেচ্ছা উপচে পড়ছিল। ঋতুপর্ণা থেকে শুরু করে টলিউডের রথি-মহারথিরা শুভেচ্ছা জানিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়কে।
কয়েক মাস আগে জনপ্রিয় শো রান্নাঘর থেকে বিরতি নেন সুদীপা চট্টোপাধ্যায়। তখনই শোরগোল পড়েছিল কেন ছাড়লেন এই শো। রহস্যের সমাধান হয়েছিল কিছুদিন পরে তাঁর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসতে। তবে অগ্নিদেবের সঙ্গে নামে মিল রয়েছে পুত্রর।