Sudipta Banerjee: 'অটিস্টিক' শব্দটাই উচ্চারণ করিনি, আর্টিস্টদেরও কিন্তু খারাপ ভাষায় অপমান করা যায় না: সুদীপ্তা

Sudipta Banerjee Controversy: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিল ভিডিও ঘিরে চরম কটাক্ষ অভিনেত্রী সুদীপ্তাকে। অভিযোগ, তিনি 'অটিস্টিক' শব্দ নিয়ে ইয়ার্কি করে অসংবেদনশীল মনোভাব পোষণ করেছেন। সত্যিই তাই? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে ঘটনার বিবরণ দিলেন 'রাঙামতী তিরন্দাজ' খ্যাত সুদীপ্তা।

author-image
Kasturi Kundu
New Update
sudipta banerjee, sudipta banerjee marriage, sudipta banerjee wedding news, sudipta banerjee entertainment news, sudipta banerjee latest reels, indian express entertainment news, latest bollywood news, today news update, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ছবি, আজকের খবর, আজকের বিনোদনের খবর, বিনোদন

আর্টিস্টদেরও কিন্তু খারাপ ভাষায় অপমান করা যায় না: সুদীপ্তা

Sudipta Banerjee Autistic Controversy: সাতে-পাঁচে একদমই থাকেন না। অভিনয়ই তাঁর ধ্যান-জ্ঞান। কাজের পর অবসর সময়টুকু পরিবারের সঙ্গই কাটাতে ভালবাসেন। কোনওভাবই চর্চায় থাকতে পছন্দ করেন না। তিনি টেলি অভিনেত্রী সুদীপ্তা বক্সী। কিন্তু, শনিবার বিকেল থেকেই তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিছিক্কার। 'অটিস্টিক' ও 'পাগল' শব্দদুটির ব্যবহারের অভিযোগে সুদীপ্তাকে কাঠগোড়ায় তোলা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকেই ভাইরাল সেই ভিডিও।

Advertisment

অসংবেদনশীল ও নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে অভিনেত্রীকে। তোলামূলী দলীয় সদস্যের বাড়ির বউ বলেও কটাক্ষ করা হয়েছে সুদীপ্তাকে। এই বিষয়ে বিষদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমেই সোশ্যাল মিডিয়ার উপর একপ্রকার ক্ষোভ উগরে দেন। সুদীপ্তার দাবি, ফেসবুকে ফেমাস হতেই নিম্নরুচির মন্তব্য করা হয়। 

'অটিস্টিক' ও 'পাগল' শব্দ দুটি কী ভাবে ব্যবহার করা হয়েছে যার জন্য এত বড় একটা কাণ্ড ঘটে গেল? সুদীপ্তা বলেন, 'আমি তো ওখানে ছিলাম-ই না। শুটিংয়ের অবসরে আমাদের টিমের কয়েকজন ব্রেন স্টর্মিং গেম (মগজমারির খেলা) খেলছিল। তখনই ওই শব্দ দুটো ব্যবহার করেছে।  আমি যখন ল্যাপেল খুলছিলাম তখন ভিতর থেকে ওদের কথা শুনতে পাই। বাইরে এসে আমি একটু ইয়ার্কি মারলাম আর সেটা নিয়ে এতকিছু। অথচ আমি ওই কথাগুলো বলিনি। সবাই ভাবছে সুদীপ্তা বলেছে।'

Advertisment

তাঁকে ঘিরে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় তখন পাল্টা অভিযোগ অভিনেত্রীরও। তাঁর বক্তব্য, 'অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে কিছু বলার আগে একবারও ভাববে না? তঁদের যা খুশি বলা যায়? কিছু একটা হলেই খাপ পঞ্চায়েত বসে যাবে?' এই ভিডিও প্রসঙ্গে সুদীপ্তার বক্তব্য, 'আমি কেন এই ধরনের একটা খারাপ মন্তব্য করব? একটা সংবেদনশীল ইস্যু নিয়ে কেউ কখনও মন্তব্য করে! আমি একজন পরিণত নারী, আমার তো এই বুদ্ধটা আছে কোন বিষয় নিয়ে কী বলা উচিত। যাঁরা এই রোগের শিকার তাঁদের কত কষ্ট, সেই জায়গায় আমি এগুলো বলব?'

 আরও বলেন,'আমি সবসময় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চেষ্ট করি আর আমার সঙ্গেই...। ভিখারি বাড়ির মেয়ে বলেও আমাকে খোঁচা মারত। কষ্ট করে নিজেকে আমি এই জায়গায় নিয়ে এসেছি। আমার তো মনে হয় যাঁরা অসফল এটা তাঁদের মানসিকতা। হীনম্মন্যতায় ভোগেন।'  তোলামূলী বাড়ির বউ বলে বারবার আক্রমণ প্রসঙ্গে সুদীপ্তার দাবি, 'আমি তৃণমূল বাড়ির বউ, এটা তো আমার দোষ নয়। ছেলেটাকে আমার ভাল লেগেছে তাই বিয়ে করেছি। যখন সৌম্যর সঙ্গে ডেট করতাম তখনও আমাকে অনেক কথা বলা হত। যারা বলছেন তাঁরাই কিন্তু তৃণমূলের সব সুযোগ সুবিধাও ভোগ করছেন। আমার তো মনে হয় প্রতিটি মানুষের কথা বলার সময় সংবেদনশীল হওয়া উচিত। ভিডিও-তে ১০ সেকেণ্ডের জন্য আমি আছি। কিছু না করেই...।'

কথা প্রসঙ্গে উঠে এসেছে কুম্ভস্নান প্রসঙ্গও। অসাধারণ অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী সুদীপ্তা। সেখানেও ট্রোলিং। কেন তিনি সম্পূর্ণ ডুব দেননি। এই ধরনের মন্তব্যগুলোকে হাস্যকর বলেই উল্লেখ করেন সুদীপ্তা। অভিনেত্রীর সাফ জবাব, 'আমি কতটা ডুব দেব সেটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।' 

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali serial TRP Actress Sudiptaa Banerjee