scorecardresearch

নিষেধাজ্ঞা উঠলেও এখনও কলকাতায় অচল ‘The Kerala Story’! শহরে এসে আক্ষেপ পরিচালকের

কলকাতার হলে পোস্টার নেই, হচ্ছে না প্রদর্শন! হতাশ সুদীপ্ত সেন

The Kerala Story | Adah Sharma | Sudipto Sen
কলকাতায় The Kerala Story টিম – এক্সপ্রেস ফটোঃ শশী ঘোষ

মুম্বাই থেকে উড়ে এলেন কলকাতায়, কিন্তু লাভের লাভ হল না কিছুতেই। বরং হতাশা ঘিরে ধরল দ্যা কেরালা স্টোরির পরিচালক এবং অভিনেত্রীকে। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরই শহরে এসেছেন তাঁরা! কিন্তু একি!

আজ দুপুরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলেও তাতে হতাশাই চোখে পড়ল সুদীপ্ত দেন এবং আদা শর্মাকে দেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রাজ্যে এই ছবি দেখানোয় ছেদ পড়েছিল। কিন্তু গতকালের পরেও চিত্রে কোনও বদল আসেনি! একটি হলেও দেখানো হচ্ছে না এই ছবি। ফলেই মন ভাল নেই তাঁদের। সাংবাদিক বৈঠকে পরিচালক বললেন…

“বাংলার ছেলে হয়ে আমি খুব হতাশ। এই যে একটা বিষয় এতবছরেও দেখানোর কেউ সাহস করেনি সেটা আমি করার পরেও আজকে নিজের রাজ্যেই আমায় গ্রহণ করা হল না। আমি এবং আদা রাজনীতির মানুষ নই, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও যে এই ছবি কলকাতায় দেখানো হচ্ছে না…এটার জন্যই হতাশ হলাম”। এর আগেও পরিচালক এবং অভিনেত্রী নানা শহরে গিয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তবে, সূত্রের খবর বর্তমানে নাকি বাংলার কোনও হল এই সিনেমা প্রদর্শন করতে চাইছে না।

আরও পড়ুন ‘দরকারে সরি বলব, কিন্তু দিদি ছবিটা একবার দেখুন’, সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত ‘The Kerala Story’র পরিচালক

উল্লেখ্য, এই শহরের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে। পরিচালকের কথায়, “ভেবেছিলাম শহরের হলে হলে ঘুরব। দর্শকদের সঙ্গে আনন্দ করব। কিন্তু কোথাও যদি এই ছবি দেখানো না হয়…” চিন্তায় এবং দুঃখ কাতর তিনি। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি ব্যান করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লিংক থেকে অনেকেই দেখে নিয়েছেন এই ছবি। কিন্তু, আদৌ একে বাংলার মানুষ গ্রহণ করবে কিনা সেই নিয়ে সন্দেহে রয়েছেন অনেকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sudipto sen director kerala story said dont know why doesnt have hall list