Advertisment
Presenting Partner
Desktop GIF

ছোট ছোট জিনিসে প্রেম খুঁজে পান বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা

মুক্তি পেল বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা অভিনীত 'সুই-ধাগা' ছবির প্রথম গান 'ছাও লাগা'। বরুণ গ্রোভারের লেখা এই গানে সুর বসিয়েছেন অনু মালিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুক্তি পেল সুই-ধাগা ছবির প্রথম গান ছাও লাগা।

মুক্তি পেল 'সুই-ধাগা' ছবির প্রথম গান 'ছাও লাগা'। বরুণ গ্রোভারের লেখায় এই গান বর্ণনা করে মৌজি ও মমতার জীবনের সফর। বিয়ের পর সদ্য প্রেম করছে মৌজি ও মমতা। তবে মৌজি নিজের কিছু করার চেষ্টাও চালাচ্ছে সঙ্গে সঙ্গে। প্রেমের সঙ্গে বিজনেস পার্টনার হওয়ার দিকে এগোনোর চেষ্টাকেই জিইয়ে রাখে এই গান। শুধু গানের সুর ও কথাই নয়, দৃশ্যত অনুষ্কা ও বরুণ ধাওয়ানের স্ক্রিন প্রেজেন্সও মুগ্ধ করেছে দর্শককে। 'ছাও লাগা' গানটি কম্পোজ করেছেন অনু মালিক।

Advertisment

সুই-ধাগার গান ছাও লাগা:

আপন খেয়ালে চলা মন মৌজি এক মানুষ বরুণ। তার স্ত্রী মমতা তাকে উদ্ধুদ্ধ করে নিজের আত্মসম্মান নিয়ে কোনও কাজ শুরু করতে। সেখান থেকেই সেলাই মেশিন কিনে হ্যান্ডলুম ব্যবসার শুরু।এখানেই শেষ নয়, ছবিতে অনুষ্কার লুক নিয়ে সোশাল মিডিয়ায় মিমও বেরিয়েছে প্রচুর। তবে অনুষ্কাই নন, ছবির নায়ক বরুণ ধাওয়ানও ট্রোল হয়েছেন ছবির জন্য। ‘সুই ধাগা’ ছবিতে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় মুখ দেখাবেন বরুণ ধাওয়ান-অনুষ্কা শর্মা জুটি।

আরও পড়ুন, রোহিত শেট্টি স্টাইলে নারীর ক্ষমতায়ন নিয়ে পুনরায় পর্দায় রণবীর সিং

ছোট শহরের প্রেক্ষাপটে গল্পের জাল বুনেছেন পরিচালক শরৎ কাটারিয়া। আর এই ছবির প্রমোশনও শুরু হয়েছে আলাদাভাবে। একটি ভিডিওতে সম্প্রতি দেখা যায়, 'সুই ধাগার' টিম দেশের বিভিন্ন এমব্রয়ডারদের কাছে গিয়ে নিজেদের ছবির জন্য লোগো ডিজাইন করতে বলেন। কাঁথা স্টিচ থেকে ফুলকারি, সমস্ত ধরনের সেলাইয়ে নতুন লোগো তৈরি করেছেন কারিগররা, এবং তার মধ্যে থেকেই বেশ কিছু ডিজাইন করা লোগো দেখা গেছে ছবিতে। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

Varun Dhawan Anushka Sharma
Advertisment