Srijit Mukherji Khadaan Review: ২০ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে খাদান (Khadaan)। পুষ্পা ২-র (Pushpa 2) দাপটে বাংলা ছবি হল পাচ্ছে না, একদিন আগেও অগ্রিম বুকিংয়ের অপশন বন্ধ! এইরকম পরিস্থিতিতে তড়িঘড়ি শহরের একটি সিঙ্গল স্ক্রিনে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন খুলে দেন দেব। এই ঘটনার জন্য বাংলা ঠবির দর্শকের কাছে ক্ষমাো চেয়ে নেন দেব। মুক্তির পরই চিত্রটা একেবারে ১৮০ ডিগ্রি বদলে যায়। পুষ্পার দাপট গায়েব, খাদান ঝড়ে বুঁদ সিনেপ্রেমীরা।
রাত ২টোর শো হাউজফুল। যাকে বলে বাংলা ছবির জয়। হিন্দি ও দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত কিন্তু, খাদান ঝড়কে মোটেই নিয়ন্ত্রন করতে পারে নি। এবার খাদানের প্রশংসায় পঞ্চমুখ খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সিনেমার ভুল-ত্রুটি যেমন ধরিয়ে দিয়েছেন তেমনই আবার দেব-যিশুর তারিফ করেছেন।
সমাজমাধ্যমের পেজে সৃজিত খাদানের রিভিউ পোস্ট করেছেন। সবশেষে নিজের একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন সৃজিত। পরিচালক লিখেছেন, নভিনা থেকে চলে যাওয়ার সময় নিচের বারান্দা থেকে ভিড় দেখে মনে হয়েছিল দেব তাঁর টিম নিয়ে হল ঘুরতে এসেছেন।
কিন্তু, পরক্ষণেই বুঝতে পারেন তিনি ভুল। সেটা আসলে কী ছিল তাও এই পোস্টের শেষে 'বি:দ্র:' দিয়ে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। খাদানের রিভিউ-তে সকলের প্রশংসা করলেও একজন ব্রাত্য। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)।
সৃজিতের পোস্ট শেয়ার করে খানিক হতাশা আর কিছুটা অভিমান মিশ্রিত কয়েকটি লাইন লেখেন অভিনেতা। Shehzad Siddique-এর চরিত্রে অভিনয় করেছেন সুজন। তাঁকে নিয়ে একটি শব্দ খরচ না করলেও সৃজিতের লেখণীর প্রশংসা করেছেন অভিনেতা।
সুজন নীল মুখোপাধ্যায় লিখেছেন, 'যদিও সৃজিত আমার অভিনয় নিয়ে কিছু লেখেনি ( সেটা তার চয়েস)। তবুও তার লেখণী অনবদ্য। শেষ পর্যন্ত আমার মতো নগন্য অভিনেতাও বাংলা মূলধারার বাণিজ্যিক ছবিতে জায়গা পেল, সেটাই কম কি?'
টিম খাদানের সাফল্য কামনা ও টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও যোগ করেন, 'দেব কে ধন্যবাদ, সেই আমাকে ফোন করে এই চরিত্রের কথা বলে। ধন্যবাদ পরিচালক সুজিত কে। দেবের কথায় আমাকে তার স্বপ্নের কর্মকাণ্ডতে অংশীদার করার জন্য ও ভরসা করার জন্য। (সবাই করে না, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অন্য পথে হাঁটে)খাদানের জয় হোক।'