scorecardresearch

বড় খবর

সিঁদুরদানের সময় ঘটনার ঘনঘটা, ‘জিয়নকাঠি’-তে নতুন মোড়

Bengali Serial: ঋষির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় জাহ্নবী। তাই প্রাক্তন প্রেমিকা রোশনিকেই বিয়ে করতে রাজি হয় ঋষি। কিন্তু বিয়ের আসরেই ঘটে একটি অঘটন।

সিঁদুরদানের সময় ঘটনার ঘনঘটা, ‘জিয়নকাঠি’-তে নতুন মোড়
'জিয়নকাঠি' ধারাবাহিকে জয় মুখোপাধ্যায় ও মিশমী দাস। ছবি সৌজন্য: সান বাংলা

Serial Update Jiyonkathi: সান বাংলা-র ধারাবাহিক ‘আয় খুকু আয়’-এর মতো ‘জিয়নকাঠি’-তেও এবার সিঁদুরদান নিয়ে ঘটনার ঘনঘটা দেখতে পাবেন দর্শক। এই সপ্তাহ জুড়েই চলবে ঋষি-রোশনির বিয়ের নানা আচার-অনুষ্ঠান। ঋষির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় জাহ্নবী। তাই অনিচ্ছাসত্ত্বেও প্রাক্তন প্রেমিকা রোশনিকেই বিয়ে করতে রাজি হয় ঋষি। বিয়ের সব আচার নির্বিঘ্নে সম্পন্ন হলেও, ঠিক সিঁদুরদানের সময়েই ঘটে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনা।

ঋষিকে বহুদিন আগে ছেড়ে চলে গিয়েছিল রোশনি। সেই আঘাত ভুলে স্বাভাবিক হতে সময় লেগেছিল ঋষির। তাই দ্বিতীয়বার রোশনির সঙ্গে সম্পর্ক তৈরি করতে প্রবল অনিচ্ছা ছিল তার। ঠিক এই সময়েই ঋষির জীবনে আসে জাহ্নবী। বয়স ও বিত্তের যথেষ্ট ব্যবধান সত্ত্বেও জাহ্নবীর প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয় ঋষির। ঘটনাচক্রে ঋষির আশ্রয়েই এসে পড়ে জাহ্নবী, তার উচ্চশিক্ষার ব্যবস্থাও করে ঋষি। জাহ্নবীও মনে মনে অত্যন্ত ভালোবেসে ফেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঋষিকে।

আরও পড়ুন: ‘ইরাবতীর চুপকথা’-তে এলেন সঞ্চারী

কিন্তু ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে ঋষির জীবনে অনেক সমস্যা আসতে পারে ভেবে সে ঋষির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। ঋষির বিয়ের প্রস্তুতিতে অংশ নেয়, আবেগ সংবরণ করে বিয়ের মণ্ডপেও এসে দাঁড়ায়। আর সেখানেই ঘটে যায় অঘটন। সিঁদুরদানের সময় ঋষির হাত থেকে পড়ে যায় কুনকো এবং ঘটনাচক্রে সেই সিঁদুর এসে পড়ে জাহ্নবীর মাথায়।

জাহ্নবীর মনের জটিল ভাবনা সম্পর্কে ঠিক অবহিত না হলেও ঋষি বুঝতে পারে যে জাহ্নবী সম্ভবত ভালো নেই। ঋষি-রোশনির বিয়েতে সিঁদুরদানের ছবি তুলতে বলা হলে, জাহ্নবী হঠাৎই জ্ঞান হারায়। জাহ্নবীকে জ্ঞান হারাতে দেখে ঋষির হাত থেকে পড়ে যায় সিঁদুরমাখানো কুনকোটি। এমন একটি পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না।

বিয়ের মণ্ডপে এই ঘটনার ঘনঘটা নিঃসন্দেহে ধারাবাহিকের গল্পে নতুন জটিলতা তৈরি করবে। সান বাংলার রাত ৮টার স্লটের এই ধারাবাহিকটি আগামী এক সপ্তাহ বেশ টানটান থাকবে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sun bangla jiyonkathi serial new twist story update