দিন দিন সুনিধি চৌহান যেভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরছেন তাতে করে অনেকেই তাঁকে দেখে মুগ্ধ। গায়িকা গানের পাশে পাশে নিজের ব্যক্তিত্ব থেকে পোশাক সবেতেই বদল এনেছেন। বলিপাড়ার অনেক নায়িকাকে পেছনে ফেলবেন তিনি। আর হচ্ছেও যেন তাই।
সুবিধিকে দেখা গেল, গ্রে রঙের টু পিস পোশাকে। সঙ্গে অভিনেত্রী সান্যা মালহোত্রা। সুনিধির মেকাপ থেকে পোশাক - যা দেখলে একবার অন্তত উফ করতেই হয়। ভেজা শরীরে তাক লাগালেন সুনিধি। তাঁর সামনে যেন ফিকে পরে গেলেন অভিনেত্রী নিজেও। যদিও বা এর আগেও তিনি স্টেজ শোয়ে নিজের ওরা দেখিয়ে মুগ্ধ করেছিলেন।
একদিকে যেমন হলিউডের ডুয়া লিপা, নিকি মিনাজ, কিংবা টেইলর সুইফটের কনসার্ট দেখার সময় লোকজন হা করে তাকিয়ে থাকেন, তেমনই সুনিধি ব্যতিক্রম না। বরং তাঁকে দেখতে উৎসাহী বহু মানুষ। সন্যার সঙ্গে তিনি ছবি আপলোড করেই শুধু চোখের ইমোজি দিলেন। আর এদিকে তাঁকে এহেন অবতারে দেখে ঘুম উড়েছে বলিউডের সঙ্গীত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন - Rituparna Sengupta: মায়ের শ্রাদ্ধনুষ্ঠানে সাদা কালো শাড়িতে পরিপাটি ঋতুপর্ণা, আয়োজন করলেন নিজের হাতে....
সুনিধির হট অবতারে মন বাওয়ারা তাঁর অনুরাগীদের ও। হলিউড থেকে কে পপ গায়িকা টক্কর দেবেন সকলকে। এমনটাই দাবি করেছেন তাঁর ভক্তরা। সুনিধিকে দেখে বাঃ বাহ করছেন তাঁরা। কেউ বলছেন, আপনি তো মেল্টেন লাভা। আবার কারওর কথায়, পুরো চলতা ফিরতা নেশা তো আপনি। কারওর কথায়, আমরা আশা করি নি এরম কিছু দেখব।
মানুষের যেন তর সইছে না তাঁদেরকে একসঙ্গে স্ক্রিন উষ্ণতা ছড়াতে দেখবেন বলে। বিশেষ করে সুনিধি এমন সিজলিং অবতারে যে পারদ চড়িয়েছেন তাতে অবাক অনেকেই। এক সন্তানের মা গায়িকা। কেউ বলছেন, আপনি আমাদের আর ওয়েট করাবেন না। আবার কেউ প্রকাশ্যেই দাবি করে বসলেন, সুনিধি ম্যাম যে হারে আন্তর্জাতিক স্তরে পারফরমাদের টেক্কা দিচ্ছেন বিটিএস আর কে পপ ফ্যানেরা হাপিত্যেশ করবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই শ্রেয়া ঘোষাল এবং তিনি দুজনে একটি কোলাব নিয়ে এসেছিলেন। যাতে শ্রেয়ার থেকে বেশি সুনিধির প্রশংসা হয়েছে। ফের একবার তিনি তৈরি।