Suniel Shetty-High Court: বিনা অনুমতিতে একরত্তি নাতনি আর সুনীলের ভুয়ো ছবি ব্যবহারের অভিযোগ, আদালতের দ্বারস্থ অভিনেতা

Suniel Shetty: ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার বিনা অনুমতিতে ব্যবসায়িক স্বার্থে ছবির অপব্যবহারের অভিযোগ সুনীল শেট্টির। বাদ যায়নি তাঁর একরত্তি নাতনিও। কী পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেতা?

Suniel Shetty: ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার বিনা অনুমতিতে ব্যবসায়িক স্বার্থে ছবির অপব্যবহারের অভিযোগ সুনীল শেট্টির। বাদ যায়নি তাঁর একরত্তি নাতনিও। কী পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আদালতের দ্বারস্থ সুনীল

Suniel Shetty Grandchild Fake Image: তারকা তকমা থাকলে সুবিধার পাশাপাশি ভোগ করতে হয় অনেক অসুবিধাও। সে কথা অস্বীকার করার উপায় নেই। পাবলিক ফিগার হওয়ার সৌজন্যে কখন কী ভাবে তাঁর নাম-ছবি ছড়িয়ে পড়ে অনেকসময় টেরই পাওয়া যায় না। সম্প্রতি এইরকম অনভিপ্রেত ঘটনার স্বীকার হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে তাঁর ছবি। ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাই সুন্দরী। এবার সেই তালিকার নয়া সংযোজন অভিনেতা সুনীল শেট্টি। তিনিও ব্যক্তিসত্তার সুরক্ষার দাবি জানিয়ে বোম্বে হাই কোর্টে আবেদন করেছেন।

Advertisment

সুনীলের অভিযোগ, অনুমতি ছাড়াই একাধিক সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইট তাদের ব্যবসার স্বার্থে তাঁর ছবি ব্যবহার করছে। এক অন্তর্বর্তী আবেদনপত্রে অভিনেতা আদালতের কাছে অনুরোধ করেছেন ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে যেন অবিলম্বে তাঁর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতেও যেন বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা থেকে বিরত থাকে। শুক্রবার বিচারপতি আরিফ ডাক্টরের বেঞ্চে অভিনেতার আইনজীবী বীরেন্দ্র সরাফ আবেদনটি উপস্থাপন করেন। এরপর আদালতের রায়ের অপেক্ষা। 

আরও পড়ুন ভুয়ো ওয়েবসাইটে বিকৃত ছবি-কণ্ঠস্বরের অপপ্রচার, আদালতের দ্বারস্থ ঐশ্বর্য

Advertisment

সরাফ আদালতকে জানান, কিছু ওয়েবসাইটে সুনীল শেট্টি ও তাঁর নাতনির ভুয়ো ছবি প্রচার করা হচ্ছে। মেয়ে আথিয়া শেট্টি ও তাঁর স্বামী ক্রিকেটার কেএল রাহুলের কন্যা এভারাহ-র ছবি নিয়ে এই ধরনের অপপ্রচারে রেগে কাঁই দাদু সুনীল। ওই আবেদনে আরও বলা হয়েছে, অভিনেতার ছবি অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। সরাফ আরও জানান, এক রিয়েল এস্টেট সংস্থা এবং একটি জুয়া সংস্থার ওয়েবসাইটে সুনীল শেট্টির ছবি ব্যবহার করা হয়েছে। 

অভিনেতার সঙ্গে এই সংস্থাগুলির কোনও চুক্তি না থাকা সত্ত্বেও এই ধরনের ভন্ডামিতে বিরক্ত সুনীল। তিনি দাবি করেছেন, ব্যক্তিসত্তা ও ছবির উপর একমাত্র তাঁর অধিকার রয়েছে এবং অনুমতি ছাড়া সেগুলির ব্যবহার তাঁর সুনাম ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। প্রসঙ্গত, ঐশ্বর্যর দায়ের করা পিটিশন মূলত aishwaryaworld.com এবং আরও কয়েকজন লঙ্ঘনকারীর বিরুদ্ধে। অভিযোগ, সেলিব্রিটিদের পরিচয় অন্যায়ভাবে ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। 

আরও পড়ুন 'পরের ছুটিটা কাশ্মীরে কাটাব', পহেলগাঁও হামলার পর ভারতবাসীর উদ্দেশে কী বার্তা সুনীলের?

KL Rahul Suneil Shetty