স্বামী স্ত্রীর মধ্যে, কার বাচ্চার দায়িত্ব নেওয়া উচিত? আবারও নিজের মন্তব্যের কারণে ফেঁসেছেন সুনীল শেট্টী। সন্তানের প্রতি দায়িত্ব বণ্টন নিয়ে তিনি সরব হয়েছিলেন। এমনকি কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল, তার মেয়েকে নিয়ে বড়াই করতে। আথিয়া, সন্তানের মা হওয়ার পর, তিনি অভিনয় জীবনে ইতি টেনেছেন বলেই জানা গিয়েছে। এমনকি, এও জানা গিয়েছে সিনে-দুনিয়ায় আর তার কোনও আগ্রহ নেই। আর এবার সুনীল বললেন, মায়ের-ই উচিত...
সন্তানকে বড় করার ক্ষেত্রে মায়ের ভুমিকা সবথেকে বেশি হওয়া উচিত। এমনকি, আর ৫টা সাধারণ বাড়িতে ঠিক এই দৃশ্যটাই দেখা যায়। খেয়াল করলে দেখা যাবে, অভিষেক এবং ঐশ্বর্য বচ্চন তাদের সন্তান হওয়ার পর, মেয়ের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন। ঐশ্বর্য অভিষেককে বলেছিলেন, "তুমি বাইরে কাজ করো। আমি মেয়েকে সামলাব।" সুনীল বলেছেন, স্বামী তাঁর কেরিয়ারের দিকে যদি মন দেন, তাহলে স্ত্রীর উচিত সন্তান-লালনের দায়িত্ব নেওয়া। সুনীলের কথায়...
"আজকাল, বাচ্চাদের ধৈর্য নেই। সময়ের সাথে সাথে বৈবাহিক সম্পর্ক একটি আপস হয়ে ওঠে যেখানে উভয় সঙ্গীকে একে অপরকে বুঝতে হবে এবং সমর্থন করতে হবে।" এখানেই শেষ করলেন না তিনি। বরং, অভিনেতা আরও এমন কিছু বললেন, যাতে অনেকের রোষানলে পড়তে হল তাঁকে। সুনীল সন্তানের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে তিনি আরও বললেন...
"তারপর একটা বাচ্চা আসে। আর স্ত্রীর বোঝা উচিত স্বামীর কাজকে। আমি এটা বলছি না যে বাবারা সন্তানকে দেখবে না। কিন্তু, আজকাল সবকিছুর ওপর খুব চাপ এসে গিয়েছে। খুব প্রেসার বেড়ে গিয়েছে। মানসিক দ্বন্দ্বে ভুগছে খুব।" এদিকে, তাঁর এই মন্তব্য শুনে রেগে আগুন অনেকেই। কেউ বলছেন, উনার কথা বলা বন্ধ করা উচিত। আবার কেউ বলছেন, উনি নিজের সম্মান নিজেই খোয়াচ্ছেন। আবার কেউ বলছেন, এদের PR- দল কিছু বোঝে না বা বলে না?
কিছুদিন আগেই তাঁর মেয়ের নর্মাল ডেলিভারির গল্প শুনিয়েই বিতর্কে এসেছিলেন তিনি। তাঁর মেয়েকে নিয়ে গর্বের গান বেঁধেছিলেন। তখনও তিনি, রোষানলে পড়েন।