Sunita Ahuja On Separation: গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 'Hindi Rush'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা পত্নী বলেছিলেন তিনি ১২ বছর গোবিন্দার থেকে আলাদা থাকছেন। জন্মদিনও একাই সেলিব্রেট করেন। কেকও কাটেন একাই। আর জীবনের এই বিশেষ দিনে সুনীতার সঙ্গী হয় মদ। এরপরই গোবিন্দা-সুনীতার ডিভোর্স চর্চা হয়ে উঠেছে বিনোদনের হট কেক। এমনও শোনা যাচ্ছে, পরকীয়ায় জড়িয়েছেন বলিউডের কৌতুক অভিনেতা গোবিন্দা। সেই জন্যই দাম্পত্যে ইতি টানছেন দম্পতি। চর্চার মাঝে গোবিন্দার আইনজীবী জানিয়েছেন, ছ'মাস আগে সুনীতা ডিভোর্সের আবেদন করছিলেন। কিন্তু, এখন তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই।
গোবিন্দার সঙ্গে সবকিছু ঠিক থাকলেও কেন তাঁরা এক ছাদের নীচে থাকেন না? পাশাপাশি দুটি বাড়ির মধ্যে একটিতে গোবিন্দা একা থাকেন আর অন্যটিতে সন্তানদের নিয়ে থাকেন তারকা পত্নী। এবার সেই কারণ খোলসা করলেন খোদ সুনীতা আহুজা। তিনি বলেন, 'আমরা আলাদা থাকি। গোবিন্দা যখন রাজনীতিতে যোগ দিয়েছেন তখন মেয়ে বড় হচ্ছে। আমাদের সেই বিষয়টা খেয়াল রাখতে হয়েছিল। সেই সময় অনেক লোকের বাড়িতে আনাগোনা লেগে থাকত। আমরা তো বাড়িতে শর্টস পরে ঘুরতাম। তাই পাশেই একটা অফিস নেওয়া হয়। যদি কেউ আমাদের আলাদা করতে পারে তাহলে সে সামনে এসে দেখিয়ে দিক।'
মিডিয়া রিপোর্ট মোতাবেক, গোবিন্দার পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছিলেন সুনীতা তাঁর মেয়ে টিনাকে নিয়ে নেপাল গিয়েছিলেন। গোবিন্দাও তাঁর আইনজীবী বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। সে কথা অবশ্য সুনীতা জানতেন না। দুজনেই আলাদা হোটেলে ছিলেন। ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা ও সুনীতা। তাঁদের জীবনে আসে এক পুত্র ও কন্যা সন্তান। টিনা আর যশবর্ধনকে নিয়ে সুখের সংসার তারকা দম্পতির। কিন্তু, এই মুহূর্তে তাঁদের ডিভোর্সের গুঞ্জনে তোলপাড়। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটবে গোবিন্দা পুত্রর।
আরও পড়ুন: 'ও তো ওঁর প্রেমিকার সঙ্গে...', ডিভোর্স গুঞ্জন উসকে গোবিন্দাকে নিয়ে কী বললেন সুনীতা?