/indian-express-bangla/media/media_files/2025/08/28/govinda-sunita-ahujaa-2025-08-28-10-54-12.jpg)
সত্যিই কি ভাঙছে সংসার?
গত মাসে অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে বিবাহবিচ্ছেদের জল্পনা ফের শিরোনামে উঠে আসে। তবে গণেশ চতুর্থীর দিন একসঙ্গে উপস্থিত হয়ে এবং পাপারাজ্জিদের সামনে, হাসিমুখে ছবি তোলার মাধ্যমে দম্পতি স্পষ্ট করে দেন যে তাঁদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি। সেদিনই তাঁরা মিডিয়ার সামনে এসে বিচ্ছেদের সমস্ত গুজব উড়িয়ে দেন।
সম্প্রতি রিয়েলিটি শো "পতি পত্নী অউর পাঙ্গা"-এর নতুন প্রোমোতে সুনীতা অতিথি হিসেবে হাজির হন। সেখানেই অভিষেক কুমার তাঁকে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সুনীতা বলেন- "৪০ বছর ধরে একসাথে থাকা সহজ নয়। সবাই কোনো না কোনো ভুল করে। কিন্তু সবকিছু বয়স অনুযায়ী হয়। ছোটবেলায় ভুল হয়, কিন্তু ৬২ বছর বয়সে, বড় ছেলে-মেয়ে থাকা অবস্থায়, একজন মানুষ কীভাবে এ রকম ভুল করতে পারে?"
Bollywood: 'প্রচন্ড যন্ত্রণায় ছিলেন, এখন মুক্তি', বুকে গভীর ক্ষত, চাপা কষ্টে কাছের মানুষকে বিদায় পরিচালকের
গণেশ চতুর্থীর দিন মিডিয়ার সামনে সুনীতা আরও বলেন- "আজ আমরা এতটা কাছাকাছি দাঁড়িয়ে আছি। যদি সত্যিই কোনো সমস্যা থাকত, তবে কি আমরা এতটা একসাথে থাকতে পারতাম? আমাদের আলাদা করতে কেউ পারবে না- না ঈশ্বর, না শয়তান।"
তিনি রসিকতার সুরে আরও যোগ করেন- “একটা ছবি ছিল না- 'মেরা পতি সিরফ মেরা হ্যায়?' ঠিক সেরকমই, আমার গোবিন্দা শুধুই আমার। যখন পর্যন্ত আমরা নিজেরা কিছু না বলছি, ততক্ষণ পর্যন্ত দয়া করে কোনো রকম গুজব ছড়াবেন না।” উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে—টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা।