scorecardresearch

বড় খবর
এক ফ্রেমে কেন্দ্রীয় কয়লামন্ত্রী ও কয়লা মাফিয়া, বিজেপিকে বিঁধলেন অভিষেক

অসুস্থ সানি দেওল! মার্কিন মুলুকে চলছে চিকিৎসা, কী হল অভিনেতার?

সানির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ঘনিষ্ঠরা।

অসুস্থ সানি দেওল! মার্কিন মুলুকে চলছে চিকিৎসা, কী হল অভিনেতার?
অসুস্থ সানি দেওল

শারীরিক অসুস্থতায় ভুগছেন সানি দেওল ( Sunny Deol )। অবস্থার কারণেই অভিনেতা পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কী হয়েছে অভিনেতার? এখন কী অবস্থা শরীরের?

শুট করতে গিয়েই বিপত্তি। ব্যাক ইনজুরিতে ভুগছেন অভিনেতা। সানির মুখপাত্র সূত্রে খবর, একাধারে অনেক ছবিতে কাজ করছেন তিনি। সিনেমার শুটিংয়ের কারণে পিঠে চোট পান। বেশ কিছুদিন মুম্বাইতেই চিকিৎসাধীন ছিলেন, তবে কাজ না হওয়ার দরুণ পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। এবং এই কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুন [ বিনা নিমন্ত্রণেই বিয়েবাড়িতে হাজির মীর, কী কাণ্ড! ]

অভিনেতার চিকিৎসা এখনও শেষ হয় নি। দীর্ঘদিন ধরেই ট্রিটমেন্ট চলছে। দু সপ্তাহ আগে উড়ে গিয়েছেন আমেরিকা। সুস্থ হতে এখনও সময় লাগবে, তারপরেই তিনি দেশে ফিরবেন। বহুদিন পর একসঙ্গে অনেক ছবিতে কাজ করছেন সানি। একঝাঁক সিনেমা বলি তারকার হাতে।

সানির অসুস্থতার খবরে যথেষ্ট ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা, বছর কুড়ি পর আবারও আসছে ‘গদর-২’। আপাতত, আর বালকির ‘চুপ’ ছবিতে অভিনয় করছেন তিনি। এছাড়াও বর্ডারে ‘গদর ২’ এর শুটিং শেষ করেছেন। ‘আপনে ২’ ও রয়েছে তার সিনেঝুলিতে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sunny deol is in america for treatment