Sunny Deol Jaat: গদরের গানে জওয়ানদের সঙ্গে জমিয়ে নাচ, জাট মুক্তির আগে ভাইরাল সানি দেওলয়ের ভিডিও

Sunny Deol Dances With BSF Jawans: ১০ এপ্রিল মুক্তি পেল সানি দেওল অভিনীত ডাট। তার আগে ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন জয়সলমীরে। সেখানে জওয়ানদের সঙ্গে গদরের গানে উদ্দাম নাচের ভিডিো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Sunny Deol Dances With BSF Jawans: ১০ এপ্রিল মুক্তি পেল সানি দেওল অভিনীত ডাট। তার আগে ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন জয়সলমীরে। সেখানে জওয়ানদের সঙ্গে গদরের গানে উদ্দাম নাচের ভিডিো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জওয়ানদের সঙ্গে গদরের গানে উদ্দাম নাচ সানির

জওয়ানদের সঙ্গে গদরের গানে উদ্দাম নাচ সানির

Sunny Deol Jaat Release: বড় পর্দায় মুক্তি পেল সানি দেওল অভিনীত নতুন ছবি 'জাট'। তার আগে ৯ এপ্রিল ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের জয়সলমীরে। Tanot Mata মন্দিরে গিয়েছিলেন সানি দেওল। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে জওয়ানদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন অভিনেতা। তবে সানি দেওল-বিএসএফ জওয়ানদের যে মুহূর্ত সকলের মনোরঞ্জন করেছে সেটি হল গদর-এর ফেমাস ট্র্যাক Main Nikla Gaddi Leke-এর তালে জমিয়ে নাচ। জওয়ানদের সঙ্গে সুন্দর মুহূর্ত উদযাপনে আপ্লুত সানি। ২০২৩-এ গদর ২-এর পর নতুন ছবি ঘিরে আশাবাদী সানির ভক্তরা। 

Advertisment

গদর ২-এর সাফল্য ছিল একেবারে নজরকাড়া। ট্রাক, ট্রাক্টর, বাসে চেপে প্রিয় নায়কের সিনেমা দেখতে এসেছিলেন ভক্তরা। সানির অ্যাকশন-জ্যাকশনে মন মজেছিল অনুরাগীদের। গদর ২ ছিল সেই বছরের সর্বোচ্চ আয়প্রাপ্ত ভারতীয় সিনেমা। কেরিয়ারের শুরু থেকেই রোম্যান্টিক নায়ক হিসেবে যেমন দর্শকের দিল জিতেছেন তেমনই আবার অ্যাকশন হিরো হিসেবেও জুড়ি মেলা ভার সানির। গদর ২-তে অভিনেতার ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়েছিল ফ্যানেরা। জাট-এ সানির অভিনয় দর্শকের মনে কতটা প্রভা ফেলতে পারে এখন সেটাই দেখার। 

Advertisment

পরিচালক নীতেশ তিওয়ারির আপকামিং মুভি রামায়ণে হুনুমানজি-র চরিত্রে দেখা যেতে পারে সানি দেওলকে। রামের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের ব্যাড বয় রণবীর কাপুর। এছাড়াও সানির ঝুলিতে রয়েছে লাহোর ১৯৪৭ ও বহুপ্রতিক্ষীত মুভি বর্ডার ২। জাটের প্রচারে শাহরুখের সঙ্গে পুনরায় কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন অভিনেতা। 'ডর'-এর পর দুই অভিনেতার সম্পর্কে চিড় ধরেছিল। অতীত ভুলে আরও একবার জুটি বেঁধে দর্শককে ভাল ছবি উপহার দিতে চান সানি। 

Pinkvilla-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দেওল তাঁর ফিল্মি কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ছবিতে দুই নায়কের উপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'আমি শাহরুখের সঙ্গে একটি ছবিতেই কাজ করেছিলাম। তারপর আর কোনও কাজ করা হয়নি। একটা অন্যরকম সময় ছিল। এখন সময় বদলেছে। কিন্তু, পরিচালক আমাদের আর অন্য কোনও ছবিতে ব্যবহার করতে পারেননি। তাছাড়া আমাদের চরিত্রকে ভেবে সেরকম গল্পও আর লেখা হয়নি।' 

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে ফের স্ক্রিন শেয়ারের ইচ্ছেপ্রকাশ, আমিরের বিরুদ্ধে কী অভিযোগ সানির?

Bollywood News bollywood movie Bollywood Actor Sunny Deol