SRK-Sunny Deol-Aamir: শাহরুখের সঙ্গে ফের স্ক্রিন শেয়ারের ইচ্ছেপ্রকাশ, আমিরের বিরুদ্ধে কী অভিযোগ সানির?

SRK-Sunny Deol: আসন্ন সিনেমা জাট-এর প্রচারে শাহরুখের সঙ্গে পুনরায় কাজের ইচ্ছেপ্রকাশ করেন সানি দেওল। অন্যদিকে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের বিরুদ্ধে কোন অভিযোগ আনলেন?

SRK-Sunny Deol: আসন্ন সিনেমা জাট-এর প্রচারে শাহরুখের সঙ্গে পুনরায় কাজের ইচ্ছেপ্রকাশ করেন সানি দেওল। অন্যদিকে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের বিরুদ্ধে কোন অভিযোগ আনলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan- sunny deol

শাহরুখের সঙ্গে পুনরায় কাজের ইচ্ছেপ্রকাশ করেন সানি দেওল Photograph: (ফাইল চিত্র )

Sunny Deol And Shah Rukh Khan: Gopichand Malineni-এর নির্দেশনায় রণদীপ হুডা ও ভিনিত কুমার সিংয়ের সঙ্গে আগামী প্রোজেক্ট জাট-এর প্রচারে ব্যস্ত সানি দেওল। সেখানেই বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে পুনরায় কাজের ইচ্ছেপ্রকাশ করেন। রাজকুমার সন্তোষীর পরিচালনায় লাহোর ১৯৪৭-এ আমিরের প্রযোজনায় কাজ করছেন সেই বিষয়ে আলোকপাত করেন সানি দেওল। নয়ের দশকের সুপারহিট মুভি ডর-এ শাহরুখের সঙ্গে শেষবার কাজ করেছিলেন। এরপর আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু, জাটের প্রচারে শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন কি বাত বলেন সানি দেওল। ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছেপ্রকাশ করেছেন। 

Advertisment

আরও পড়ুন: সইফ আলি খানের জন্য মালাইকাকে আইনি নোটিস, কোন বিপদে বলিউডের মুন্নি?

Pinkvilla-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দেওল তাঁর ফিল্মি কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ছবিতে দুই নায়কের উপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, 'আমি শাহরুখের সঙ্গে একটি ছবিতেই কাজ করেছিলাম। তারপর আর কোনও কাজ করা হয়নি। একটা অন্যরকম সময় ছিল। এখন সময় বদলেছে। কিন্তু, পরিচালক আমাদের আর অন্য কোনও ছবিতে ব্যবহার করতে পারেননি। তাছাড়া আমাদের চরিত্রকে ভেবে সেরকম গল্পও আর লেখা হয়নি।' ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-সানি জুটির ব্লকবাস্টার মুভি 'ডর'। কিন্তু, এই ছবিতে অভিনয়ের পর দুই অভিনেতার সম্পর্কের অবনতি ঘটে। কিন্তু, জাটের প্রচারে অতীতের তিক্ততা ভুলে পুনরায় একসঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় আছেন সাফ জানান সানি। 

আরও পড়ুন:  'লোক বুঝে নিয়ম পালটালে হবে না, চ্যাংড়ামো হচ্ছে'? ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায় সোচ্ছ্বার স্বস্তিকা

Advertisment

যশ চোপড়ার নির্দেশনায় ডর-এ নায়কের ভূমিকায় ছিলেন সানি আর খলনায়ক শাহরুখ। সিনেমার হিরো হয়েও শাহরুখের থেকে কম পারিশ্রমিক পেয়েছিলেন। এই বিষয়টি মোটেই মেনে নিতে পারেননি সানি দেওল। দীর্ঘ ১৬ বছর তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। মুখ দেখাদেখিও প্রায় বন্ধ ছিল দুই অভিনেতার। রাজকুমার সন্তোষীর সঙ্গে কথপকথোপের সময় সানি বলেন, দর্শক এখনও এই জুটিকে পছন্দ করে। আবার যদি ছবি তৈরি হয় তাহলে দর্শক নিশ্চয়ই দেখবে বলে আশাবাদী সানি। 

 'প্রচণ্ড গায়ের জোর ছিল...', মহানায়ক উত্তমকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?

এই প্রসঙ্গে অভিনেতার সংযোজন, 'আমরা অনেক বছর লাহোর ১৯৪৭-এ একসঙ্গে কাজ করলাম। অনেকেই এই ছবির স্ক্রিপ্ট পড়ে রাজি হয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত কাজ আর সম্পন্ন হয়নি। এরপর তৈরি হয় গদর ২। আমির যখন আমাকে লাহোর ১৯৪৭-এর প্রস্তাব দিলেন আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম।' জাটের আগে লাহোর ১৯৪৭-এর শুটিং শুরু হয়েছিল। কিন্তু, প্রযোজক আমির খান কিছুটা সময় নিয়ে সব কিছু পারফেক্ট করতে চেয়েছিলেন। সেই জন্যই এই ছবির কাজ একটু দেরি হয়েছে বলে জানান সানি দেওল। 

আরও পড়ুন: 'ওই ঘটনার পর আমার...', ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জেরে এ কী হাল অভিনেত্রী ঋ-র!

bollywood movie Bollywood News Bollywood Actor aamir khan Shah Rukh khan Sunny Deol