Actress Baby: বিয়ের দু'বছর পর দুই থেকে তিন, পুত্র না কন্যা সন্তানের মা হলেন K3G খ্যাত 'পু' মালবিকা?

Malvika Raaj Baby: কভি খুশি কভি গম-এর মালভিকার ঘরে এল ছোট্ট সোনা। যৌথভাবে সুখবর শেয়ার করলেন সেলেব দম্পতি। পুত্র না কন্যা সন্তানের মা হলেন সেই ছোট্ট 'পু'?

Malvika Raaj Baby: কভি খুশি কভি গম-এর মালভিকার ঘরে এল ছোট্ট সোনা। যৌথভাবে সুখবর শেয়ার করলেন সেলেব দম্পতি। পুত্র না কন্যা সন্তানের মা হলেন সেই ছোট্ট 'পু'?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মা হলেন মালবিকা

Kabhi Khushi Kabhie Gham Malvika Raaj Baby: অভিনেত্রী মালবিকা রাজ নামটা শুনলেই মনে পড়ে যায় সেই কভি খুশি কভি গম-এর 'পু'-র সেই নস্ট্যালিজিয়া। ছোট্ট 'পু' আজ পরিণত, সদ্য মা-ও হয়েছেন অভিনেত্রী। মালভিকা রাজ এবং তাঁর স্বামী প্রণব যৌথভাবে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেলেব দম্পতির  ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। মা লক্ষ্মীর আগমনে পরিবারে এখন খুশির আমেজ। রবিবাসরীয় সন্ধ্যায় মালভিকা ও প্রণব জানান, ২৩ আগস্ট তাঁরা মা-বাবা হয়েছেন। শুভেচ্ছায় ভাসছেন মালভিকা-প্রণব। 

Advertisment

২০০১-এ করণ জোহরের ব্লকবাস্টার মুভি কভি খুশি কভি গম-এর সৌজন্যেই মালভিকা রাজ দর্শকমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। বেলুন দিয়ে সাজানো গোলাপি থিমের একটি পোস্টার শেয়ার করে দু'জনেই লেখেন, 'হৃদয় থেকে এবার আমাদের বাহুতে ছোট্ট সোনা। লক্ষ্মীছানাই আমাদের পৃথিবী। আমাদের ছোট্ট বাগ্গা। মেয়েকে  এই পৃথিবীতে স্বাগত জানালাম।' আনন্দ ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন নিউলি পেরেন্টস। প্রায় ১০ বছর প্রেমের পর মালভিকা ২০২৩ সালের অগাস্টে প্রণবের সঙ্গে বাগদানের ঘোষণা করেন। সেই বছরের নভেম্বরেই গোয়ার সমুদ্রতটে রূপকথার বিয়ে সারেন মালভিকা-প্রণব।

Advertisment

আরও পড়ুন দেবীপক্ষের প্রাক্কালেই লক্ষ্মীর আগমন, দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল

২০২৫-এর মে মাসে মালভিকা অন্তঃসত্ত্বার খবর শেয়ার করেন। প্রেগন্যান্সি কিট নিয়ে রোম্যান্টিক পোজে সুখবর শেয়ার করেন দম্পতি। গত জুলাই মেরি পপিনস-থিমের বেবি শাওয়ারের সেই রঙিন মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। ২০০১-এ শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেলেও পড়াশোনার জন্য তিনি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন।

প্রায় ১৬ বছর পর ২০১৭ সালে তেলুগু ছবি 'জয়দেব'-এর মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। ২০২১-এ নিলেশ সাহায়ের পরিচালনায় স্কোয়াড ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক হয় তাঁর। একই বছরে নভেম্বর মাসে ZEE5-এ মুক্তি পায় ছবিটি। ২০২৪-এ মালভিকা ওয়েব সিরিজেও কাজ শুরু করেন। এমএক্স প্লেয়ারের আট এপিসোডের ক্রাইম-থ্রিলার Swipe Crime-এ অভিনয় করেছেন।

আরও পড়ুন কিয়ারার পর মা হচ্ছেন ক্যাটরিনা! বছর শেষেই ভূমিষ্ঠ হবে ভিকির প্রথম সন্তান?

Malvika Raaj