Advertisment
Presenting Partner
Desktop GIF

অনলাইনে ফাঁস 'সুপার থার্টি'

পাটনার অঙ্কের শিক্ষক আনন্দ কুমারের বায়পিক 'সুপার থার্টি'। হৃতিকের এই ছবি এবার পাইরেসির শিকার। অনলাইনে লিক হয়ে গেল 'সুপার থার্টি'।

author-image
IE Bangla Web Desk
New Update
hrithik super 30

হৃতিকের ছবিতে পাইরেসির থাবা।

'সুপার থার্টি', এই ছবিতে হৃতিক রোশনকে দেখা যাবে পাটনার অঙ্কের শিক্ষক আনন্দ কুমারের ভূমিকায়। এই ছবি এবার পাইরেসির শিকার। অনলাইনে লিক হয়ে গেল 'সুপার থার্টি'। কুখ্যাত পাইরেসি সাইট তামিলরর্কাসই ফাঁস করল এই ছবি। মনে করা হচ্ছে ফাঁস অনলাইনে ফাঁস হওয়ায় ক্ষতি হতে পারে ছবির ব্যবসায়।

Advertisment

তবে কেবলমাত্র 'সুপার থার্টি' নয়, সম্প্রতি মুক্তি পাওয়া সমস্ত নতুন ছবি অনলাইনে ফাঁস করেছে তামিলরকার্স। 'আর্টিকল ১৫', 'স্পাইডার ম্যান ফার ফ্রম হোম', 'ওহ বেবি', 'কবীর সিং'য়ের মতো ছবিও তাদের শিকার থেকে বাঁচতে পারেনি। বেআইনিভাবে ছবি ডাউনলোড ও পাইরেসি কঠোর হাতে আটকানোর পরও এই ধরনের ঘটনা সিনেমা ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন, বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরেই শুরু হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব  

পাইরেসির খপ্পরে পড়া পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার কারণ। অনলাইনে ছবি দেখতে পাওয়া গেলে, তাঁরাই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বেড়েছে।

প্রসঙ্গত, পাইরেসি আটকানো অত্যন্ত কঠিন কাজ হওয়ায় আইন থাকা সত্ত্বেও বারংবার এ ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারা দেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ প্রথমবারের জন্য অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছরের জন্য কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

আরও পড়ুন, ‘টাইপরাইটার’-এ এভাবেই ধরা দিলেন যিশু সেনগুপ্ত

সুপার থার্টির পরিচালক বিকাশ বহেল। হৃতিক ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ম্রুনাল ঠাকুর, বীরেন্দ্র সাকসেনা, নন্দীশ সিং, অমিত সাধের মতো শিল্পীরা।

Read the full story in English 

Hrithik Roshan bollywood movie TamilRockers
Advertisment