কিছুদিন আগে এই ছবির সেটেই আগুন লেগেছিল, তাতেই শিরোনামে এসেছিল 'কুলি নম্বর ওয়ান'। এবার সম্পূর্ণ ভিন্ন কারণে চর্চায় বরুণ-সারার এই ছবি। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওতে আগুন লাগে বলে জানা যায়। আর তার একদিন পরেই ফ্লোরে প্লাস্টিক নিষিদ্ধ করল এই ছবি।
তাদের এই উদ্যোগকেই স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটে প্লাস্টিকের কোন জিনিস ব্যবহার করবে না তারা। টুইটারে টিমকে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, ''সুন্দর উদ্যোগ নিয়েছেন কুলি নম্বর ওয়ান-এর টিম। ভাল লাগ সিনেমার ভারতে প্লাস্টিক ব্যবহার কমানোয় অংশ নিচ্ছে।''
আরও পড়ুন, নিজের কণ্ঠের উপর আস্থা আছে: রানু মন্ডল
বরুণ ধাওয়ানের ছবিই রিটুইট করে একথা বলেন নরেন্দ্র মোদী। তাতে আপ্লুত টিম। বরুণও ধন্যবাদ জানাতে ভোলেননি।
‘কুলি নম্বর ওয়ান’-এর প্রথম ছবিটির মতো এই রিমেক ছবিটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। ছবির প্রযোজক বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেশমুখ। সারা আলি খানের সঙ্গে এই প্রথম কাজ বরুণ ধাওয়ানের এবং ছবির পোস্টার থেকে বোঝা গিয়েছে দুজনের কেমিস্ট্রি খুব একটা খারাপ হবে না। এই রিমেক ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর মে মাসে।
প্রসঙ্গত, ‘কুলি নম্বর ওয়ান’ প্রথম ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর। ওই ছবির রিমেক করার কথা ভাবছিলেন ডেভিড ধাওয়ান বেশ অনেকদিন ধরেই। এই নিয়ে তৃতীয়বার বাবার পরিচালনায় কাজ করছেন বরুণ। এর আগে ‘জুড়ওয়া টু’ ও ‘ম্যায় তেরা হিরো’-তে কাজ করেছেন বরুণ ডেভিড ধাওয়ানের পরিচালনায়।