Detective Charulata: ফেলুদাকে শ্রদ্ধার্ঘ্য, সুরঙ্গনা যখন 'ডিটেক্টিভ চারুলতা'! রহস্য সমাধানে সঙ্গী কারা?

Surangana As Detective Charulata: গোয়েন্দা চরিত্রে এবার সুরঙ্গনা। ফেলুদারে শ্রদ্ধা নিবেদন করতে পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন গোয়েন্দা সিরিজ 'ডিটেক্টিভ চারুলতা'।

author-image
Kasturi Kundu
New Update
রঙ্গনা যখন 'ডিটেক্টিভ চারুলতা'!

রঙ্গনা যখন 'ডিটেক্টিভ চারুলতা'!

Detective Charulata:বর্তমানে ওটিটির বাড়বাড়ন্তর কথা নতুন করে বলার অবকাশ রাখে না। সিনেমা থেকে সিরিজ দর্শকের পছন্দ ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত কিছু না কিছু নতুনের আগমন ঘটেছে ওটটি প্ল্যাটফর্মগুলোতে। এবার দর্শককে গোয়েন্দা গল্পের এর স্বাদ দিতে আসছে আরও এক নতুন সিরিজ। বিদেশি স্টাইলে বাংলা সাহিত্যেও 'ফ্যান ফিকশন' এর প্রবণতা লক্ষ্য করা যায়। কিংবদন্তী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পর্দায় ফুটিয়ে তোলা হয় নতুন কোনও চরিত্র। ফেলুদার শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের নির্দেশনায় মুক্তির অপেক্ষায় নতুন সিরিজ 'ডিটেক্টিভ চারুলতা'। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

ছকভাঙা চরিত্রের বইরে গোয়েন্দার চরিত্রে প্রথম ঝলকে নজর কেড়েছেন সুরঙ্গনা। সহকারী খুড়তোতো ভাই তোপুর ভূমিকায় দেবমাল্য গুপ্ত। তাঁদের বিশ্বাস একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতো নাম-যশ-প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে চারুর নতুন সহকারী ম্যাডির হাত ধরে। যে চরিত্রে অভিনয় করেছেন পামেলা কাঞ্জিলাল। খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই তদন্তের গভীরে পৌঁছোতে যায়, সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে।

Advertisment

চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে দমাতে নাকি এইবারও তার ভাগ্যে লেখা আছে পরাজয়? সেই প্রেক্ষিতেই এগবে সিরিজের গল্প। ফেলুদাকে নিয়ে সিরিজ তৈরির ভাবনা প্রসঙ্গে জয়দীপ বলেন, ছেলেবেলায় আমরা যে সমস্ত 'বাংলা গোয়েন্দা সাহিত্য' পড়েছি, 'ডিটেকটিভ চারুলতা' তার প্রতি একটা হোমাজ বলা যেতেই পারে। তরুণ গোয়েন্দা এবং কিশোর সহকারীকে নিয়ে রহস্য গল্প, যা আমরা গরমের ছুটি বা পূজাবার্ষিকীতে গোগ্রাসে পড়তাম। এখানে সেই চিরাচরিত গোয়েন্দাকাহিনীর সাথে মিশে গেছে আধুনিক সিনেমা সিরিজের নির্মাণশৈলী। এককথায়, ডিটেকটিভ চারুলতা হল বাংলা পর্দায় প্রথমবারের জন্য ফ্যান ফিকশন ওয়েব সিরিজ।'

গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত সুরঙ্গনা। তাঁর কথায়, 'গোয়েন্দা' শব্দটা যখনই ভাবি, তখনই আমাদের মনে একটি নির্দিষ্ট ধরনের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে - এই ভাবনাটাই আমাকে গল্পের প্রতি আকৃষ্ট করে।' সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায়, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা মজুমদার, চৈতি ঘোষাল সহ প্রমুখ। 

web series Bengali Actress Bengali Film Industry surangana bandyopadhyay