Ankita Lokhande shared some posts: জীবনে নানান চরাই-উৎরাই দেখেছেন অভিনেত্রী অঙ্কিতা লখন্ডে। এক তো তার প্রেমের মানুষটি প্রথমে তার হাত ছেড়ে ছিলেন, তার পরবর্তীকালে পৃথিবীটাই ছেড়ে দেন। সুশান্ত ( Sushant Singh Rajput ) চলে যাওয়ার পর, অঙ্কিতা ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েন। যতই সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হোক না কেন, তাঁর চলে যাওয়া মানসিকভাবে একেবারেই তিনি মেনে নিতে পারেননি। ভেঙে পড়েছিলেন সাংঘাতিক। সেই জায়গা থেকে জীবনে নতুন শুরু।
তার জীবনে আসেন ভিকি অর্থাৎ বিকাশ জৈন ( Vikas Jain )। বিকাশকে বিয়ে করেন অভিনেত্রী। যদিও সেই সময় তাকে নানান সমালোচনার সম্মুখীন হতে হয়। সুশান্ত কে এত সহজে ভুলে কি করে গাঁটছড়া বাধলেন, এতেও সমালোচনা হয়। পরবর্তীতে অঙ্কিতা এবং বিকাশের সম্পর্ক নিয়ে এক রকমের ছেলে খেলা হয় বিগ বসের মধ্যে। দুজনের মধ্যে বাদানুবাদ থেকে শুরু করে, নানা কান্ডকীর্তি! মধ্যেখানে অঙ্কিতা এবং বিকাশের একে অপরের প্রতি অকথ্য গালিগালাজ দেখে অনেকেই ভেবেছিলেন বিগ বস শেষ হওয়ার পরে হয়তো, দুজনের বিচ্ছেদ হয়ে যেতে পারে। কিন্তু সে গুড়ে বালি। তবে, আজ অঙ্কিতা যার সঙ্গে ছবি আপলোড করেছেন, কিংবা যার হাত ধরে নীল সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন, এ মানুষটি কে?
Bangladesh Actress In Jail: আদালতের ভয়ঙ্কর নির্দেশ! কেঁদে কেটে একসার…
পরনে কমলা রঙের বডিকন পোশাক, এবং যে তরুণ হ্যান্ডসাম মানুষটির হাত তিনি ধরে রয়েছেন, তিনি কে? সুদর্শন পুরুষটিকে নিয়ে অনেক মানুষের অনেক জিজ্ঞাসা রয়েছে। কেউ এক ঝলক দেখার পর ভেবেছেন, বিকাশ দেখতে পাল্টে গেলেন কি করে? সে তরুণ যে আদুরে নজরে অঙ্কিতাকে দেখেছিলেন, অনেকেই ভেবেছেন তাহলে কি অঙ্কিতার জীবন নতুন কেউ এসেছেন? কখনও তাঁর হাত ধরে সমুদ্রের সাদা ভালুকায় মেতে রইলেন। আবার কখনও তাঁর কোলে উঠে দেদার আনন্দ করলেন। এবং তাঁকে নিয়ে বেশ লম্বা চওড়া একটি ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। কী লিখছেন তিনি?
পাশে সুদর্শন মানুষটি আসলে তাঁর ভাই। সুখ হল আপনার ভাই-বোনকে হাসতে দেখা। পৃথিবীতে কেউ আপনাকে ভাই-বোনের মতো ভালোবাসে না। আমাদের বাবা-মা আমাদের সবচেয়ে বড় উপহার দিয়েছিলেন - একে অপরকে। ভাই-বোনরা, আমাদের পথ, জীবনে চলার সাথে সাথে পরিবর্তিত হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক তা চিরকাল থাকবে। তোমাকে অনেক ভালবাসি অপ্পু! সঙ্গে বেশ কয়েকটি ভালবাসার ইমোজি জুড়েছেন। তবে সমাজ মাধ্যমে বেশিরভাগ মানুষ এটাই বলেছেন, "দেখে তো মনে হচ্ছিল আপনার জীবনে নতুন কেউ এসেছে। দেখে ভাল লাগল আপনার ভাই।"