/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/sushant-759-final.jpg)
সুশান্ত সিং রাজপুত।
রবিবার দুপুরে প্রায় বজ্রনির্ঘোষের ন্যায় এল সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার খবর। প্রয়াত অভিনেতা। মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে পুলিশ যখন পৌঁছল তখনই বিশ্বাস হচ্ছে না তিনি নেই। বলিউড, রাজনৈতিক মহল, ক্রীড়া দুনিয়া কেউই মেনে নিতে পারছে না তাঁর মৃত্যু। মাত্র ৩৪ বছর বয়সেই কোঠর সিদ্ধান্ত কেন নিতে হল সুশান্তকে? কোনও উত্তর নেই।
একমাত্র যে এই উত্তর দিতে পারত, তাঁকে তো আর পাওয়া যাবে না। সুশান্ত ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু অভিনেতার চলে যাওয়ার খবর পাওয়ার কিছুক্ষণ পরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সুশান্তের বাকেট লিস্ট। প্রায় ৫০ টি স্বপ্নের তালিকা নিজের হাতে লিখে তৈরি করেছিলেন কাই পো চে অভিনেতা। কিছু পূরণ হলেও বেশিরভাগ অধরা থেকে গেল।
আরও পড়ুন, পুলিশের অনুমান আত্মহত্যা, রহস্যেই সুশান্তের মৃত্যু
বিবেকানন্দের উপর তথ্যচিত্র বানাতে চেয়েছিলেন সুশান্ত। তালিকায় লেখা ছিল তা। তবে কেবল বিবেকানন্দ নয়, আরও অনেক অনেক চাওয়া পূরণ হল না অভিনেতার। অনেকেই জানেন না ছোটদের মধ্যে মহাকাশ সম্পর্কে আগ্রহ তৈরি করতে চেয়েছিলেন তিনি। নিজেও ভালবাসতেন অ্যাস্ট্রোনোমি। বাড়িতে টেলিস্কোপও ছিল।
43 Visit St.Stephen’s Cathedral in Vienna
44 Perform experiments of Cymatics
45 Help prepare students for Indian Defence Forces
46 Make a documentary on Swami Vivekananda
47 Learn to Surf
48 Work in AI & exponential
technologies
49 Learn Capoeira
50 Travel through Europe by train pic.twitter.com/PiSF7Gtayl— Sushant Singh Rajput (@itsSSR) September 14, 2019
The heartbreaking end of a dreamer: the 50 dreams of #SushantSinghRajputpic.twitter.com/VPgR8Tr0qJ
— Mahim Pratap Singh (@mayhempsingh) June 14, 2020
আরও পড়ুন, বলিউডের ‘মাহি’ নেই, শোকস্তব্ধ বলিউড, শাহরুখ লিখলেন, ”খুব মিস করব”
গতবছর সেপ্টেম্বরে শেয়ার করা এই তালিকায় সুশান্ত লিখেছিলেন, প্লেন ওড়াতে চান, ট্রেনে করে সারা ইউরোপ ঘোরার ইচ্ছে রয়েছে। মেয়ের আত্মনির্ভর করার স্বপ্নও দেখেছিলেন তিনি। চেয়েছিলেন রোনাল্ডোর সঙ্গে ফুটবল খেলতে, বাঁ হাতে ক্রিকেট খেলার কথাও ভেবেছিলেন কখনও।
আরও অনেক অনেক শখ। আইরন ম্যান ট্রিল্যাথনের জন্য প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন, আরও কত কি! কিন্তু সবটা আর হল না। মৃত্যুর হাতছানি এক নিমেষে স্তব্ধ করে দিল সবটা। স্বপ্ন অধরাই থেকে গেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন