/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/sushant-covr.jpg)
বিংশ শতাব্দিতে শোকের আয়ু বড়ই কম, কবি বলেছিলেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা যেন বেশ অন্যরকম। রাতারাতি বদলে দিল অনেক সমীকরণ। সপ্তাহ দুয়েক আগে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্তের আত্মহত্যা নাড়িয়ে দিয়ে গেছে গোটা দেশকে। তারপর থেকেই চর্চায় প্রয়াত অভিনেতার ভিডিও, ছবি, সাক্ষাৎকার, ব্যক্তি জীবন। কিন্তু যত দিন যাচ্ছে, ততোই জোরালো হচ্ছে স্বজনপোষণ বিতর্ক। সুশান্তের মৃত্যুকে ঘিরে কার্যত দুই বিপরীত শিবিরে ভাগ হয়েছে মুম্বইয়ের বিনোদন জগত। এই অবস্থায় সুশান্তের জামাইবাবু ঘোষণা করলেন এবার থেকে স্বজনপোষণের আনুপাত মাপতে চালু হচ্ছে নেপোমিটার।
Created by my brother @mayureshkrishna in the memory of my brother in law @itsSSRhttps://t.co/sNSSJfQjy5
— vishal kirti (@vikirti)
Created by my brother @mayureshkrishna in the memory of my brother in law @itsSSRhttps://t.co/sNSSJfQjy5
— vishal kirti (@vikirti) June 25, 2020
25, 2020
আরও পড়ুন, সুশান্ত মৃত্যু তদন্ত যত এগিয়েছে, সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য
সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি টুইট করে জানিয়েছেন সদ্য প্রয়াত অভিনেতার স্মৃতিতেই চালু হতে চলেছে নেপোমিটার। এখন থেকে মুক্তি পাওয়া ছবিকে নেপোমিটারে নম্বর দেবে দর্শক। নেপোমিটারের ফলাফল বলে দেবে ছবিটি স্বজনপোষণের দোষে দুষ্ট কী না।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একে একে কঙ্গনা রানাউত, মনোজ বাজপেয়ি, শেখর কাপুরেরা মুখ খুলেছেন নেপোটিজমের বিরুদ্ধে। সোনু নিগম, মোনালি ঠাকুর, শেখর সুমন, বাবুল সুপ্রিয়রাও সামনে এনেছে সংগীতের দুনিয়ার পক্ষপাতিত্বের ঘটনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন