'ভাই যেখানেই থাকিস সবসময় খুশি থাকিস', সুশান্তকে নিয়ে পোস্ট দিদি শ্বেতার

সব বিষয় নিয়ে কৌতূহল ছিল সুশান্তের। খুব উজ্জ্বল ছিল। নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটে বেরাত ও।

সব বিষয় নিয়ে কৌতূহল ছিল সুশান্তের। খুব উজ্জ্বল ছিল। নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটে বেরাত ও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে সপ্তাহ দুয়েক। এখনও সোশ্যাল মিডিয়াজুড়ে কেবল তাঁরই খবর। সহ অভিনেতা অভিনেত্রীরা সুশান্তের সঙ্গে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক, স্মৃতির ডালি উজার করছেন ফেসবুক, টুইটারে। তবে প্রয়াত অভিনেতার পরিবার বরাবরই বেছে নিয়েছে একটু আড়াল। সম্প্রতি সুশান্তের দিদি শ্বেতা ফেসবুকে ভাইকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গেসঙ্গেই ভাইরাল হয়েছে তা।

Advertisment

সুশান্তের স্মরণ সভার ছবি পোস্ট করে দিদি শ্বেতা লিখেছে, "ভালোবাসায় মোড়া শেষ বিদায়। যেখানেই থেকো, খুশি থেকো।"

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে লেখা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে।publive-image

আরও পড়ুন, রূপার পর বাবুল, শেখর সুমন, ক্রমশ জোরালো হচ্ছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি

Advertisment

"সারা পৃথিবীর কাছে যে ছিল সুশান্ত, আমাদের কাছে সে ছিল গুলশন। শৃঙ্খলহীন প্রাণ ছিল সুশান্ত। সব বিষয় নিয়ে কৌতূহল ছিল সুশান্তের। খুব উজ্জ্বল ছিল। নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটে বেরাত ও। সব কিছুর মধ্যে ওর টেলিস্কোপটাই ছিল ওর খুব কাছের। সুশান্তকে দেখতে পাব না, ওর জ্বলজ্বলে চোখ দুটো দেখতে পাব না, হাসি শুনতে পাব না, এসব মেনে নেওয়া খুব সহজ নয়। সুশান্তের মৃত্যু আমাদের মধ্যে একটা গভীর এর চিরস্থায়ী ক্ষত তৈরি করেছে"।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput