Advertisment
Presenting Partner
Desktop GIF

সুষমা স্বরাজের প্রয়াণ, শোকপ্রকাশ বাংলার তারকাদের

প্রাক্তন বিদেশ মন্ত্রীর চলে যাওয়ায় আবেগে ভেসেছেন টলিউডের তারকারও। টুইটারে শোকপ্রকাশ করেছেন সাংসদ-অভিনেতা দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মতো রুপোলি পর্দার মানুষরা। 

author-image
IE Bangla Web Desk
New Update
sushma tolywood

সুষমা স্বরাজের প্রয়াণে শোকবার্তা টলিউড তারকাদের।

মঙ্গলবার রাত হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে জীবনাবসান হল সুষমা স্বরাজের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদী সরকারে বিদেশমন্ত্রী হিসেবে প্রশ্নাতীত জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সুষমা। বাজপেয়ী জমানাতেও মন্ত্রীত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী। শারীরিক অসুস্থতার কারণেই মন্ত্রীত্ব থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

Advertisment

এদিন তাঁর প্রয়াণে শোকাহত দেশের রাজনৈতিক মহল থেকে সাধারাণ মানুষ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রাক্তন বিদেশ মন্ত্রীর চলে যাওয়ায় আবেগে ভেসেছেন টলিউডের তারকারও। টুইটারে শোকপ্রকাশ করেছেন সাংসদ-অভিনেতা দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মতো রুপোলি পর্দার মানুষরা। একের পর এক টুইটে আবেগঘন হয়েছেন অপর্ণা সেন।

আরও পড়ুন, আবদার করে এসেছিলাম, বড় আফশোষ রয়ে গেল: রূপা

আরও পড়ুন, ৩৭০ ধারা বাতিল! প্রধানমন্ত্রীকে কী বললেন এই কাশ্মীরি অভিনেতা?

১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই আয়রন লেডি। মাত্র পঁচিশ বছর বয়সে হরিয়ানার মন্ত্রীসভায় নিজের জায়গা করেছিলেন কনিষ্ঠতম হিসাবে। এরপর শুধুই উত্থানের কাহিনি। সাতবার পরপর নির্বাচিত হয়েছিলেন লোকসভার সাংসদ হিসাবে। ইন্দিরা গান্ধীর পর তিনিই দ্বিতীয় মহিলা, যিনি দেশের বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশ।

Sushma Swaraj rituparna sengupta Dev
Advertisment