scorecardresearch

‘আর পাত্র পেলেন না?’, ললিত-প্রেমে মশগুল সুস্মিতাকে চরম কটাক্ষ নেটপাড়ার

বঙ্গকন্যাতেই মোহিত মোদি! সুস্মিতার প্রেমিকের ‘পদবী’ নিয়ে আপত্তি নেটদুনিয়ার।

Sushmita Sen, Sushmita Sen partners, Sushmita Sen Boyfriends, Sushmita Sen-Lalit Modi, Lalit-Sushmita, সুস্মিতা সেন, ললিত মোদি, ললিত-সুস্মিতা, সুস্মিতা সেনের প্রেমিক, ট্রোলড সুস্মিতা সেন, bengali news today
চরম ট্রোলড সুস্মিতা সেন

বৃহস্পতিবার বড়সড় ঘোষণা ললিত মোদির। আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ফেরার’ সোশ্যাল মিডিয়াতেই বুক চাপড়ে বলেন, “সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে।” আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

বঙ্গকন্যা যদিও স্পিকটি নট! তবে অনুরাগীরা কিন্তু বেজায় হতাশ এমন ঘোষণায়। তাঁদের আক্ষেপ, “আর কোনও পাত্র পেলেন না?” শুধু তাই নয়, ফেরার ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই ট্রোল-মিমে ছেয়ে গিয়েছে নেটপাড়া। অভিনেত্রীর অনুরাগীদের একাংশ আবার প্রকাশ্যেই নেটদুনিয়ায় ঘোষণা সেরে ফেলেন যে, “আজকে সুস্মিতার ওপর থেকে সমস্ত ভালবাসা উঠে গেল।” কী মুশকিল!

তবে নেটপাড়ার একাংশ আবার সুস্মিতার পক্ষ নিয়েই গলা চড়িয়েছে। তাঁদের কথায়, “নায়িকা যদি ললিত মোদির মধ্যেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান কিংবা তাঁরা যদি একসঙ্গে খুশি থাকেন, তাহলে তো অন্য কারও গাত্রদহ হওয়ার কারণ নেই!” এখানেই মোক্ষম জবাব ছুঁড়েছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায়, “ললিত মোদির আর্থিক কেলেঙ্কারি দেশের অন্যতম কালিমা! আর সেই ব্যক্তির প্রেমে কীভাবে পড়তে পারেন স্বাধীনচেতা, সুন্দর স্বভাবের মানুষ সুস্মিতা?”

[আরও পড়ুন: বিহারের গ্রামে মাটির উনুনে লিট্টি বানাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠি, সরলতায় মুগ্ধ পড়শিরা]

কেউ কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনে আপত্তি তুলেছেন সুস্মিতার প্রেমিকের পদবী নিয়ে। বলছেন, ‘বঙ্গকন্যাতেই মোহিত মোদি!’ এপ্রসঙ্গে কাদের কথা বলা হয়েছে, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। নেটপাড়ার নীতিপুলিশদের কটাক্ষ-সমালোচনা চলছেই গতকাল রাত থেকে। তবে সুস্মিতা কিন্তু ‘নির্বাক’!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sushmita sen dating lalit modi actress got trolled massively