scorecardresearch

Lalit-Sushmita: ললিতের ডাকে সাড়া! প্রেম-প্রস্তাব নিয়ে তোলপাড় করা মন্তব্য সুস্মিতা সেনের

ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন সুস্মিতা।

Sushmita Sen, Lalit Modi, Lalit-Sushmita affair, Lalit Modi Sushmita Sen, Sushmita Sen Brother Rajeev Sen, Sushmita Sen Father, Lalit-Sushmita realtionship, Indian Express Entertainment News, Bengali news today, ললিত মোদী, সুস্মিতা সেন
ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন সুস্মিতা সেন

বৃহস্পতিবার কোনওরকম রাখঢাক না করেই সুস্মিতা সেনকে ‘বেটার হাফ’ অর্থাৎ ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন ললিত মোদি (lalit modi-sushmita sen)। যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। সংবাদমাধ্যমের কাছে যদিও মুখ খোলেন নায়িকা বাবা সুবীর সেন ও ভাই রাজীব সেন। কিন্তু বঙ্গকন্যা ছিলেন একেবারে স্পিকটি নট! তবে ললিতের প্রেম প্রস্তাবের ২৪ ঘণ্টা পেরনোর আগেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন (Sushmita Sen opens up on Relationship with Lalit Modi)।

গত চব্বিশ ঘণ্টায় বহু কটাক্ষ-সমালোচনার শিকার হতে হয়েছে সুস্মিতা সেনকে। কারণ, আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ফেরার’ সোশ্যাল মিডিয়াতেই বুক চাপড়ে বলেছিলেন, “সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে।” অনুরাগীরা বেজায় হতাশ হয়েছেন এমন ঘোষণায়। তাঁরা নিশ্চিত হতে নায়িকার মুখ থেকেই শুনতে চাইছিলেন ললিত মোদীর ঘোষণা কতটা সত্যি? এবার সেই আক্ষেপ দূর করতেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় কথা বলে ফেললেন বলিউডের বঙ্গলকন্যা।

সুস্মিতার মন্তব্য, “আমি খুব খুশি রয়েছি। বিয়ে করিনি। আংটিও পরিনি। তবে নিঃশর্ত ভালবাসার মায়াজালে জড়িয়ে রয়েছি। আপনাদের সব প্রশ্নের উত্তর তো দিয়ে দিলাম, এবার নিজের জীবনে ও কাজে ফিরি। আমার খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভাল লাগছে। আর যারা খুশি হতে পারেননি। এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। সকলকে অনেক ভালবাসা।”

প্রসঙ্গত সুস্মিতার শেয়ার করা ছবিতে দেখা গেল তাঁর দুই মেয়ে রিনি এবং আলিশা সেনকে। অতঃপর ললিত মোদীর ঘোষণায় পরোক্ষভাবে সায় দিয়েও তিনি বুঝিয়ে দিলেন যে তিনি ভালবাসার মানুষদের সঙ্গেই খুশি রয়েছেন।

[আরও পড়ুন: ‘১ মিনিট নীরবতা পালন হোক!’, সুস্মিতা-ললিতের প্রেম নিয়ে খিল্লি করে ট্রোলড শ্রীলেখা]

উল্লেখ্য, এর আগে সুস্মিতা সেনের বাবা বলেন, ললিত মোদির সঙ্গে সুস্মিতা সম্পর্কে রয়েছে কিংবা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, এমন কোনও খবরই ছিল না তাঁদের কাছে। মেয়ের সঙ্গে কথা হলে সাধারণত স্বাস্থ্যের হাল-হকিকত নিয়েই কথা হয় বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে আইপিএল আর্থিক কেলেঙ্কারিতে ফেরার ললিত মোদির সঙ্গে দিদি সুস্মিতার সম্পর্কের কথা জানতে পেরে অবাক ভাই রাজীব সেন। তিনি বলেন, “আমি হতবাক হয়েছি এই যা! আমি এই বিষয়ে কিছুই জানতাম না। দিদির সঙ্গে কথা না বলে ওদের সম্পর্কের বিষয়ে কিছুই বলতে পারব না। ওঁর দিকের কথাটাও তো জানতে হবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sushmita sen reacts to lalit modis declaration of love