/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/lead-68.jpg)
হৃতিক-সুজানের ছবি ইনস্টাগ্রাম থেকে
হৃতিক রোশন ও সুজান খানের বিবাহবিচ্ছেদ হলেও ছেলেদের বড় করে তোলার ব্যাপারে দুজনেই তাঁদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন। দীর্ঘ কয়েক সপ্তাহ লকডাউনে যাতে ছেলেরা বাবা-মা দুজনকেই একসঙ্গে পায়, তাই বড় সিদ্ধান্ত নিলেন সুজান খান। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান লকডাউনের দিনগুলিতে থাকছেন হৃতিকের সঙ্গেই।
হৃতিক-সুজানের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু বন্ধুত্বে আঁচ পড়েনি। প্রায় সমস্ত পালপার্বণই দুজনে একসঙ্গে কাটিয়ে থাকেন। আবার একসঙ্গে ভেকেশনেও যান। তাই এমন একটা সময়ে হৃতিকের পাশে এসে দাঁড়াবেন তাঁর ছেলেবেলার সুইটহার্ট, তা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/inside-6.jpg)
আরও পড়ুন: ইন্টেরিয়র ডিজাইনার থেকে বিগ বসের বিজেতা, সিদ্ধার্থ শুক্লার অজানা কিছু কাহিনী
তাও অনেকে ভেবেও এমন একটি পদক্ষেপ নিতে পারেন না। সুজান করে দেখিয়েছেন। সুজানের এই সিদ্ধান্তে এতটাই অভিভূত হৃতিক যে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে সুজানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হৃতিক লিখেছেন, ''গোটা দেশে যখন লকডাউন চলছে, তখন একজন বাবা হিসেবে দীর্ঘদিন ছেলেদের না দেখে থাকাটা আমার পক্ষে অসম্ভব ছিল। এমন একটা সময়ে যখন সম্ভবত আগামী অনেক সপ্তাহ আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, লকডাউনে থাকতে হবে, তখন সারা পৃথিবীটা যেন আরও ঐক্যবদ্ধ হয়েছে... এটা হল আমার স্ত্রী সুজানের ছবি, যে এই সময় নিজে থেকেই তার বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে রয়েছে যাতে দীর্ঘ সময় আমাদের ছেলেরা বাবা-মা দুজনেরই সঙ্গ থেকে বঞ্চিত না হয়। ধন্যবাদ সুজান এতটা সহানুভূতিশীল হওয়ার জন্য...।''
হৃতিক লিখেছেন যে তাঁদের এই জুড়ে থাকার গল্প চিরদিন মনে রাখবে সন্তানেরা। ইনস্টাগ্রামে হৃতিকের এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। বলিউডের প্রায় সব তারকাই উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন এই ছবিতে। হৃতিক-সুজান বিবাহিত দম্পতি না হওয়া সত্ত্বেও সম্পর্কের বাঁধনে অনেক বিবাহিত নারী-পুরুষকেও পিছনে ফেলে দিয়েছেন।