/indian-express-bangla/media/media_files/2025/07/26/lokkhi-2025-07-26-18-20-51.jpeg)
আসছে নতুন ধারাবাহিক
/indian-express-bangla/media/media_files/2025/07/26/axadxasd-2025-07-26-18-21-42.jpeg)
নতুন মেগা ' লক্ষ্মী ঝাঁপি'
'লক্ষ্মী' এই শব্দটি যেন নারীদের ঘরোয়া নীরব ত্যাগের এক প্রতীক। কিন্তু, এর সঙ্গে যখন জুড়ে যাচ্ছে 'ঝাঁপি' তখন লক্ষ্মী শব্দের ওজনটাও বেড়ে যায়। স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি' সেইরকমই এক নারীর সাহসী পথচলার কাহিনি। চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে নতুন আর্থিক বিপ্লবের মুখ হয়ে ওঠার গল্প বলবে এই নতুন মেগা।
/indian-express-bangla/media/media_files/2025/07/26/edgregrtg-2025-07-26-18-21-42.jpeg)
নেপথ্য কাহিনি
এই ধারাবাহিকের কেন্দ্রীয় আকর্ষণ ঝাঁপি। এক ভাঙা হৃদয় কিন্তু তীক্ষ্ণ মস্তিষ্ক ও অদম্য মানসিকতার অধিকারী এক নারীসত্ত্বা। মধ্যবিত্ত সমাজ যখন ঋণের বোঝা, বিশ্বাসঘাতকতা ও স্বপ্নভঙ্গের কষ্টে জর্জরিত তখন ঝাঁপি নিয়ে আসে এক অভিনব ব্যাঙ্কিং মডেল। কোনও কঠিন নিয়মে বাঁধা আইনি নিয়ম নয় বরং সহানুভূতি, দায়িত্ববোধ ও সাহসে গাঁথা এক নিয়মাবলি।
/indian-express-bangla/media/media_files/2025/07/26/dgvrdgedregr-2025-07-26-18-21-42.jpeg)
ঝাঁপির বিপ্লব
এক নারীর হাত ধরে শুরু হয় এক নীরব বিপ্লব। সঞ্চয় ও জীবিকার মাঝে এক নতুন সেতুবন্ধনের পথ প্রদর্শক হয়ে উঠবে ঝাঁপি। সময়ের স্রোতে হয়ে ওঠা বাংলার প্রথম মহিলা ব্যাঙ্কার যার হাত ধরেই নতুন ভোরের স্বপ্ন দেখবে মধ্যবিত্ত।
/indian-express-bangla/media/media_files/2025/07/26/drgrvrdgvrdgrt-2025-07-26-18-21-42.jpeg)
সৌরভ-শুভস্মিতা জুটি
প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। শুভস্মিতাই রয়েছেন ঝাঁপির ভূমিকায়। 'হরগৌরি পাইস হোটেল'-এর পর ফের ছোট পর্দায়। অন্যদিকে 'বধূ কোন আলো লাগলো চোখে' ধারাবাহিকের পর কামব্যাক সৌরভ চক্রবর্তীর। জীবনের গতিপথে কী ভাবে ওতপ্রোতভাবে তার জীবন জড়িয়ে থাকবে ঝাঁপির সঙ্গে সেই প্রেক্ষাপটই এগবে গল্প।
/indian-express-bangla/media/media_files/2025/07/26/cats-2025-07-26-18-24-10.jpg)
সম্প্রচারের দিনক্ষণ
আগামী ৩০ জুলাই সপ্তাহে সপ্তাহে সাত দিন সন্ধ্যা সাড়ে ছ'টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই নতুন জুটির নতুন গল্প লক্ষ্মীর ঝাঁপি।