SVF And Hoichoi: বাঙালি দর্শকের জন্য ফুল অন বিনোদন, এক ক্লিকে দেখে নিন ২৬ টি সিনেমা-সিরিজের তালিকা

Bengali Upcoming Cinema-Series: এসভিএফ ও হইচইয়ের যৌথ উদ্যোগে আসছে ২৬ টি সিনেমা-সিরিজ। থাকছে আনকোরা নতুন কনটেন্ট ও একগুচ্ছ সিক্যোয়েল।

author-image
Kasturi Kundu
New Update
sdvsdwd

বাঙালি দর্শকের জন্য ফুল অন বিনোদন

SVF And Hoichoi Bengali Upcoming Cinema-Series: শুক্রের সন্ধ্যায় বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে সাজ সাজ রব। রেড কর্পেটে একে একে স্টুডিওপাড়ার গ্ল্যাম ডলদের গ্ল্যামারাস  এন্ট্রি। টলি তারকাদের চাঁদের হাটের নেপথ্যে একগুচ্ছ নতুন কনটেন্ট ঘোষণা। চলতি বছরে এসভিএফের তিনদশক পূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থা ও হইচইয়ের তরফে ছিল বিশেষ চমক। 'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ ও হইচইয়ের যৌথ উদ্যোগে সিনেমা-সিরিজ সহ মোট ২৬ টি নতুন কনটেন্টের ঘোষণা হল। বর্তমান প্রজন্ম একেবারেই হলমুখী হতে চায় না। তাঁরা চায় হাতের মুঠোয় বিনোদনের রসদ। ঘরে বসে পপকর্নের সঙ্গে মুভি টাইম এনজয় করতে পছন্দ করে জেন ওয়াই। তাঁদের জন্য এসভিএফ-হইচইয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে 'ফুল অন এন্টারটেইনমেন্ট'। এক নজরে দেখে নেওয়া যাক ব্র্যান্ড নিউ সিনেমা-সিরিজ থেকে সিক্যোয়েলের তালিকা। 

Advertisment

এসভিএফ-র ব্যানারে মুক্তির অপেক্ষায় ছটি সিনেমা। চলতি বছরের শুরুতেই দেবের 'রঘু ডাকাত' ও 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে নিয়ে 'বিজয়নগরের হিরে'-র ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বড় পর্দায় ফিরিয়ে আনছেন সোনাদাকে। সৌজন্যে 'সপ্তডিঙার গুপ্তধন'। আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে 'চোর পুলিশ ডাকাত বাবু' খেলবেন পরিচালক নির্ঝর মিত্র। এসভিএফ-এর প্রযোজনায় ছোট পর্দার সাধক বামাক্ষ্যাপা এবার বড় পর্দায়। সায়ন্তন ঘোষালের নির্দেশনায় দর্শকের দরবারে ধরা দিতে আসছেন সব্যসাচী চৌধুরী। 'হেমলক সোসাইটি'-র সিক্যোয়েল 'কিলবিল সোসাইটি' নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার পরমব্রতর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৌশানী মুখোপাধ্যায়।  

Advertisment

এ তো গেল এসভিএফের ছবির তালিকা। এবার আসা যাক হইচই স্টুডিয়োজ-র কথায়। গত বছরই শুরু হয় হইচই স্টুডিয়োজ-এর পথ চলা। এই বিভাগের অধীনেও রয়েছে বেশ কয়েটি ছবি। ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'গোরা' এবার পা রাখছে বড় পর্দায়। সিনেমার নাম 'গোরা-ই গন্ডগোল'। পরমব্রত চট্টোপাধ্যায় নিয়ে আসছেন 'কুমিরডাঙা'। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবার একেনবাবুকে নিয়ে বারাণসী পাড়ি দেবেন। মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। সৌজন্যে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। এই বিভাগে রয়েছে আরও একটি ছবি শ্রীজিৎ এবং সৌভিকের 'কাদের কুলের বৌ'।

সিনেমার পাশাপাশি হইচই নিয়ে আসছে মোট ১৩ টি ওয়েব সিরিজ। সেই তলিকার প্রথমেই রয়েছে এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায়ের 'অনুসন্ধান'। জেলেবন্দি অবস্থায় কী ভাবে মহিলারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন সেই রহস্য উন্মোচন করতে সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী। অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ 'নাগমণির রহস্য' নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার। সুহত্র, সৃজলা আর মানালির ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে অরিজিৎ টোটন চক্রবর্তী আনছেন 'তোমাকেই চাই।' হইচই সিরিজে এবার 'ডাইনি' মিমি। নির্ঝর মিত্রর নির্দেশনায় ডাইনির প্রথম ঝলকেই বাজিমাত। অভীক সরকারের ফেমাস গল্প 'ভোগ' এবার ওয়েবে। পরমব্রতর পরিচালনায় এই সিরিজে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্ণো মিত্র। এছাড়াও দর্শককে ভরপুর মনোরঞ্জন দিতে আসছে কৌশিক হাফিজির 'ভূত তেরেকি' ও কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ফেলুদার গোয়েন্দাগিরি:  রয়্যাল বেঙ্গল রহস্য।' তলিকায় রয়েছে 'বীরঙ্গনা'। মহিলা সাব ইন্সপেক্টরের চরিত্রে নির্ঝর মিত্রের নির্দেশনায় কাজ করবেন সন্দীপ্তা।  

বেশ কয়েকটি সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে আসছে হইচই। সেই তালিকায় রয়েছে  'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২',  'নিকশ ছায়া ২',  'কালরাত্রি ২',  'লজ্জা ২' ও  'ইন্দু ৩'। লাস্ট বাট নট ইন লিস্ট  'হইচই টিভি প্লাস' চলতি বছরেই যার নতুন পথচলা শুরু হল। ধারাহিকের মতো প্রতিদিন নতুন এপিসোড বা প্রতি সপ্তাহে একটি নতুন গল্প থাকবে 'হইচই টিভি প্লাস'-এ। এই বিভাগে থাকছে  সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প 'আতঙ্ক'। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অন্যদিকে স্বামীর উত্তরাধিকার নিয়ে এক জন সিঙ্গল মায়ের লড়াইয়ের কাহিনি নিয়ে তৈরি হয়েছে 'শাখা প্রশাখা।' এই লড়াইয়ের গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন ঋতাভরী চক্রবর্তী। এছাড়াও থাকছে শ্রীরামকৃষ্ণদেবের জীবনী অবলম্বনে একটি গল্প। 

Bengali Cinema web series Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Film Bengali Film Industry