Advertisment
Presenting Partner
Desktop GIF

Swara Bhaskar : 'আমার স্বামী গোঁড়া মুসলিম নয়', পোশাক নিয়ে কটাক্ষের কড়া জবাব স্বরার

Swara Bhaskar Reply to Trollers : সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে স্বরা ভাস্করের একটি ফটো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি নিয়ে ট্রোলের শিকার অভিনেত্রী। মুসলিম পরিবারে বিয়ের কারণেই নাকি এই হাল। কটাক্ষের চাঁছাছোলা জবাবে কী লিখলেন স্বরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পোশাক নিয়ে কটাক্ষের কড়া জবাব স্বরার

পোশাক নিয়ে কটাক্ষের কড়া জবাব স্বরার

Swara Bhaskar Reaction on Trolls for Conservative Clothing : স্বরা ভাস্কর, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। তবে এখন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আপাতত খানিক দূরেই রয়েছেন অভিনেত্রী। সংসারে মন দিয়েছেন স্বরা। স্বামী-স্নতান নিয়ে বেজায় ব্যস্ত বলি ডিভা স্বরা ভাস্কর। ২০২২- এ 'যাহা চার ইয়ার'-এর পর আর দেখা মেলেনি স্বরার। নতুন কোনও প্রজেক্টের কথা এখনও পর্যন্ত ঘোষণা করেননি অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ব্যক্তিগত জীবনের দরুণ ফের লাইমলাইনে স্বরা ভাস্কর। বলা ভাল, তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, ট্রোলিং। ছেড়ে দেওয়ার পাত্রী নন স্বরাও। ট্রোলের যোগ্য জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। 

Advertisment

ভিন্ন ধর্মে বিয়ের কারণে নাকি স্বরা ভাস্করের জীবন বদলে গিয়েছে। পরিবর্তন এসেছে সাজসজ্জাতেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় যেখানে সালোয়ার কামিজে দেখা যায় স্বরাকে। মাথায় ওড়না দেওয়া। এক মৌলবীর পাশে দাঁড়ানো স্বরার এই ছবি ঘিরে চর্চার অন্ত নেই। নেটিজেনদের মতে, একটা সময় যে গ্ল্যামারাস স্বরা পুরুষ হৃদয়ে ঝড় তুলতেন তিনি এখন সম্পূর্ণ বদলে গিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের রক্ষণশীল পরিবারের বউয়ের মতো সাজসজ্জা বলেও কটাক্ষ করা হয়েছে স্বরাকে। 

টুইটারে নেটিজেনদের একহাত নিয়েছেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি লেখেন, 'আমার মনে হয় না বিয়ের পর আমার পোশাক-সাজসজ্জা জাতীয় স্তরের আলোচনার বিষয় হতে পারে। আমার তো অবাক লাগছে। বিয়ের পরের কিছু ছবিও পোস্ট করলাম। যারা আমার পোশাক নিয়ে এত কুরুচিকর মন্তব্য করছেন এগুলো তাঁদের জন্য। খুব দুঃখের সঙ্গে সেই সকল ব্যক্তিদের জানাচ্ছি গোঁড়া ফাওয়াদ গোঁড়া মুসলিম স্বামীর মতো ব্যবহার করেন না। আমাদের চিন্তাভাবনার সঙ্গে ওঁর মত মিলবে না।'

প্রসঙ্গত, ২০২৩-এর ১৬ ফেব্রুয়ারি ফাওয়াদের সঙ্গে নতুন জীবন শুরু করেন স্বরা। আর ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁদের ঘরে আসে প্রথম সন্তান। প্রেগন্যান্সির ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন স্বরা ভাস্কর। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন তারকা মম স্বরা যেখানে ছোট্ট সোনাকে বুকে আগলে রেখেছেন। 

আরও পড়ুন: নেপোকিডদের ছিঁড়ে খান, তাহলে হঠাৎ কেন আরিয়ানের জন্য মধুর বাক্য বলছেন কঙ্গনা? ঘটনা কী?

Bollywood Couple bollywood movie swara bhaskar Bollywood Wedding Bollywood News bollywood actress
Advertisment