Swara Bhasker on Afghanistan: হিন্দুত্ববাদীদের 'সন্ত্রাসবাদী' বলে আখ্যা! শুধু তাই নয়, তালিবানি তাণ্ডবের সঙ্গে তুলনা টেনে হিন্দুত্ববাদকে সন্ত্রাস বলে অপমান করার অভিযোগ উঠেছে স্বরা ভাস্করের বিরুদ্ধে। আর সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেত্রীর গ্রেফতারের দাবিতে উত্তাল নেটদুনিয়া।
কাবুলে এখন ভয়ঙ্কর পরিস্থিতি। তালিবানের (Taliban) দখলে গোটা আফগানিস্তান। কচি-বুড়ো, মহিলা-পুরুষ কিচ্ছু বাদ নেই নির্বিচারে চলছে শোষণ। বন্দুকের নলের কাছে স্তব্ধ সভ্যতা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে আফগানিস্তানের উপর তালিবান নেতাদের ভয়ঙ্কর কীর্তিকলাপের ছবি-ভিডিও। চারিদিকে মানুষের চোখে-মুখে শুধু ত্রাস-আতঙ্ক। আফগানিস্তানের সেই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মুখ খুলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন স্বরা ভাস্কর। আর অভিনেত্রীর সেই টুইট নিয়েই এখন সোশ্যাল ময়দানে শোরগোল পড়ে গিয়েছে।
<আরও পড়ুন: ‘আমাদের বাঁচান প্লিজ’, কাবুল থেকে ফোনে মেসেজ! অসহায় পরিচালক কবীর খান>
স্বরা টুইটে লিখেছেন, "হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে আমরা আওয়াজ তুলি না, কিন্তু তালিবানি সন্ত্রাস দেখলে আমরা হতবাক হই, আবার ভেঙেও পড়ি। তালিবানি সন্ত্রাস দেখলে আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, তবে হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি! আমাদের মানবিকতা কিংবা মূল্যবোধ কখনও কোনও নিপীড়ক, নিপীড়িতের পরিচয়ের ভিত্তিতে চাগাড় দিয়ে উঠতে পারে না।" ব্যস, নায়িকার এই টুইট ভাইরাল হতেও সময় নেয়নি। অতঃপর হিন্দুত্ববাদকে আক্রমণের অভিযোগে স্বরাকে গ্রেফতারের দাবিও উঠেছে।
টুইটারে এখন ট্রেন্ডিং - #ArrestSwaraBhasker। এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক-রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন স্বরা। এবার অস্থির আফগানিস্তানে তালিবানি স্বৈরাচার রাজত্বের সঙ্গে হিন্দুত্ববাদের তুলা টেনে বেজায় বিপাকে পড়লেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন