scorecardresearch

বড় খবর

‘খেলা দেখিয়ে দিয়েছে দিদি’, প্রশংসায় ভরালেন স্বরা, ‘রাজনীতিতে আসছ কবে?’, প্রশ্ন মমতার

মমতার কাছে স্বরার অভিযোগ, “মুনাবর ফারুকীর মতো প্রতিভাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কাজ পাচ্ছি না আমরা।”

Mamata Banerjee, CM Mamata at Mumbai, Swara Bhasker, Swara Bhasker meets Mamata Banerjee, Javed Akhtar, Munawar Faruqui, স্বরা ভাস্কর, মুম্বইতে মমতা, মমতার মুম্বই সফর, জাভেদ আখতার, মমতা বন্দ্যোপাধ্যায়, মুম্বইতে বিশিষ্টজনদের সঙ্গে দেখা করলেন মমতা, মুনাবর ফারুকী, bollywood, bengali news today
স্বরা ভাস্কর, মমতা বন্দ্যোপাধ্যায়

“খেলা হয়ে গেছে, দিদি দেখিয়ে দিয়েছে। আপনি আমাদের কাছে অনুপ্রেরণা।”, মুম্বইয়ের ভরা সভায় তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে বলছেন খোদ স্বরা ভাস্কর (Swara Bhasker)। আর একথার পরই বলিউড অভিনেত্রীকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশ্ন, “তুমি রাজনীতিতে আসছ কবে?”

বুধবার বলিউড চিত্রনাট্যকার জাভেদ আখতারের (Javed Akhtar) উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এমন দৃশ্যই ধরা পড়ল। মমতার বৈঠকে উপস্থিত ছিলেন স্বরা ভাস্কর, মহেশ ভাট (Mahesh Bhatt), শোভা দে, মেধা পাটকর, রিচা চাড্ডারা (Richa Chadha)। আর সেখানেই উঠল একুশের বিধানসভা ভোটের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। বাংলা ছাড়িয়ে তৃণমূলের স্লোগান এখন আরব সাগরের তীরেও। স্বরার কণ্ঠেই শোনা গেল, “খেলা হয়ে গেছে দিদি দেখিয়ে দিয়েছে।” পাল্টা মমতা বললেন, “খেলা হয়ে গিয়েছে নয়, খেলা হবে। বিজেপিকে বোল্ড আউট করবই।”

[আরও পড়ুন: জিতের জন্মদিনে বড় ধামাকা! রক্তচক্ষু, বর্বরোচিত হাসিতে ধরা দিলেন ‘রাবণ’ অবতারে, দেখুন টিজার]

এখানেই অবশ্য শেষ নয়, বিগত কয়েক মাসে কমেডিয়ান মুনাবর ফারুকীকে (Munawar Faruqui) যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে, সেকথাও মমতার কাছে অভিযোগ করেন তিনি। অভিনেত্রী-সহ উপস্থিত তারকাদের মন্তব্য, “মোদী সরকার দেশে অপশাসন চালাচ্ছে। কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে।” এর প্রতিকার স্বরূপ মমতার কাছে তারকারা প্রশ্ন রাখেন, “আপনি ক্ষমতায় এলে কি এরকম দিন দেখতে হবে?” সেই প্রসঙ্গে বাংলার সংস্কৃতির কথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।

কথা প্রসঙ্গেই স্বরা প্রতিবাদ জানিয়ে বলেন, “মুনাবর ফারুকির মতো প্রতিভারা কাজ পাচ্ছেন না।” উল্লেখ্য, গত জানুয়ারি মাসে হিন্দু দেবদেবীদের নিয়ে কমেডি করার অভিযোগ ওঠে ফারুকীর বিরুদ্ধে। যার জেরে বিজেপি সাংসদের ছেলের অভিযোগের ভিত্তিতে তাঁকে ১ মাস জেলও খাটতে হয়। কিন্তু এযাবৎকাল সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। তারপর থেকেই অজ্ঞাতকারণে বাতিল করা হচ্ছে তাঁর একাধিক শো। সম্প্রতি মুনাবর তাঁর কেরিয়ারে ইতি টানার কথাও ঘোষণা করেন। স্বরা জানান, বিজেপি সরকার যথেচ্ছাচার চালিয়ে কণ্ঠরোধ করছে। বলিউড অভিনেত্রীর এমন দৃঢ় প্রতিবাদী সত্ত্বায় মুগ্ধ হয়ে যান খোদ মমতাও। তৎক্ষণাৎ তাঁকে প্রশ্ন ছোঁড়েন, “তুমি রাজনীতিতে আসছ কবে?” এর উত্তরে অবশ্য স্বরা মুচকি হাসেন। তাহলে কি ২৪-এর ‘খেলা হবে’ কর্মকাণ্ডে কি স্বরাও তৃণমূলের শরিক হতে চলেছেন? উত্তর মিলবে সময়েই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swara bhasker praises mamata banerjee