Swastika Ghosh Health: মাথায় চোটের জন্য অসুস্থ! শুটিং থামিয়ে তড়িঘড়ি চিকিৎসকের কাছে, কেমন আছেন স্বস্তিকা?

Swastika Ghosh Health Update: মেদিনীপুরে একটি অনুষ্ঠানে মাথায় চোট পেয়েছিলেন। ব্যথাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুরাগের ছোঁয়ার শুটিং সেটে এসেছেন। শরীর খারাপ বাড়তে থাকলে চিকিৎসকের কাছে যান। এখন কেমন আছেন অভিনেত্রী, খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

Swastika Ghosh Health Update: মেদিনীপুরে একটি অনুষ্ঠানে মাথায় চোট পেয়েছিলেন। ব্যথাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুরাগের ছোঁয়ার শুটিং সেটে এসেছেন। শরীর খারাপ বাড়তে থাকলে চিকিৎসকের কাছে যান। এখন কেমন আছেন অভিনেত্রী, খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

author-image
Kasturi Kundu
New Update
 কেমন আছেন অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা?

কেমন আছেন অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা?

Swastika Ghosh: আর মাত্র দু-একদিনের অপেক্ষা। তারপরই অনুরাগের ছোঁয়া ছুঁয়ে ফেলবে হাজার পর্ব। বাংলা মেগার দর্শক আজও সূর্য-দীপার সম্পর্কের টানাপোড়ন আজও টেলিভিশনের পর্দায় উপভোগ করে। টিআরপি তালিকায় স্থান না পেলেও দর্শকের হৃদয়ে সূর্য-দীপা জুটির জনপ্রিয়তা অটুট। এর মাঝেই শোনা যায় স্বস্তিকা নাকি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে শুটিং থেকে সাময়িক বিরতি নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে স্বস্তিকার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এখন সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের কাছ থেকে ফিরে পুনরায় শুটিংয়ে যোগ দিয়েছেন। শীঘ্রই হাজার পর্বে পা রাখছে অনুরাগের ছোঁয়া। সেই নিয়ে খুবই উচ্ছ্বসিত। কিন্তু, মেক-আপ রুম থেকে খুব বেশি কথা বলা তাঁর পক্ষে সম্ভব হয়নি। 

প্রসঙ্গত, স্বস্তিকা জানান বৃহস্পতিবার মেদিনীপুরে একটি মঞ্চানুষ্ঠান করতে গিয়ে মাথায় চোট পান। প্রাথমিকভাবে বিষয়টা গুরুত্ব দেননি। কিন্তু, শুক্রবার সকাল থেকে ব্যথা বাড়তে থাকে। শরীরে অস্বস্তি শুরু হয়। ওই অবস্থাতেই শুটিংয়ে আসেন। কারণ একজন পেশাদার অভিনেত্রীর কাছে 'শো মাস্ট গো অন।' তাই যতক্ষণ পেরেছেন শুটিং করেছেন। কিন্তু, একটা সময় যন্ত্রণা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় অগত্যা শুটিংয়ের ফাঁকে চিকিৎসকের কাছে যেতে হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্থিতিশীল। প্রতিদিনের মতোই শুটিং করবেন। মেক-আপ রুমে চলছিল তারই প্রস্তুতি। 

Advertisment

লাস্ট বাট নট ইন লিস্ট, অনুরাগের ছোঁয়ার সুবাদেই প্রতিটি বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন স্বস্তিকা। ঘড়ির কাঁটা অনুযায়ী ড্রইং রুমে এন্ট্রি নেয় দীপা। বাস্তবে তাঁকে এক ঝলক দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কোনও শো করতে গেলে সেখানে যেন তৈরি হয়ে যায় উৎসবের আমেজ। মেদিনীপুরেও তার ব্যতিক্রম হয়নি। সামনে জনস্রোত দেখে স্বস্তিকা চোটের দিকে খেয়ালই করেননি। লক্ষ্য ছিল একটাঅ, ভাল পারফর্ম করতে হবে। এখন শুধু অপেক্ষা হাজার পর্বে অনুরাগের ছোঁয়ার ধামাকাদার এপিসোডের। 

Bengali Serial Bengali serial TRP Swastika Ghosh Bengali Actress