প্রযোজনা সংস্থার তরফে হেনস্তার শিকার স্বস্তিকা মুখোপাধ্যায়! যা নিয়ে রবিবার থেকেই তোলপাড় টলিউডের অন্দরমহল। সিনেমার নাম 'শিবপুর'। পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। অন্যদিকে যৌথভাবে এই সিনেমার প্রযোজনা করেছেন অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকার। তাঁদের একজনের বিরুদ্ধেই স্বস্তিকার অভিযোগ, তাঁকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ছবি বিকৃত করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হবে! যার বিরুদ্ধে ইম্পায় অভিযোগ জানিয়েছেন নায়িকা।
'শিবপুর' ছবিতে স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর প্রমুখ। ইন্দো-আমেরিকান ব্যানারে ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শুটিং শুরু হয়। আগামী ৫ মে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়। আর তার আগেই এমন ভয়ঙ্কর অভিযোগ তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউড সূত্রের খবর, ইতিমধ্যেই অভিনেত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, প্রযোজকের তরফে এমন হুমকি পেয়ে সিনে-সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের কাছেও দ্বারস্থ হন স্বস্তিকা।
<আরও পড়ুন: ‘পরিচালক-প্রযোজকদের ঘুম শীঘ্রই ভাঙুক..’ জয়ার সঙ্গে একইফ্রেমে স্বস্তিকা, তারপর?>
এদিকে এইমুহূর্তে পরিচালক অরিন্দম ভট্টাচার্য রয়েছেন দিল্লিতে। সেখান থেকেই সংবাদমাধ্যমকে তিনি জানান, "মতবিরোধ হতেই পারে। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।" বাইরে থেকে কোনওরকম মন্তব্য করার পক্ষপাতী নন তিনি। অন্যদিকে টলিপাড়া সূত্রে খবর, প্রযোজক নাকি নির্দোষ। বরং পরিচালকের প্ররোচনাতেই স্বস্তিকা এমন অভিযোগ করেছেন। যদিও সেকথা 'শিবপুর' পরিচালক অরিন্দম মানতে নারাজ। বরং এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জানান, কোনওরকম নেতিবাচক প্রচারে তিনি বিশ্বাসী নন।
আরেক প্রযোজক অজন্তার বক্তব্য, অভিযোগ সত্যি না মিথ্যা এই নিয়ে এখনই মুখ খুলতে চান না। আইনজীবীর পরামর্শ-মাফিকই পদক্ষেপ নেবেন তাঁরা। তবে টিমের সকলে যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পাশে রয়েছেন, তা জানা গিয়েছে।