/indian-express-bangla/media/media_files/2025/10/01/542101610_1303111227844114_3631949472624955692_n-2025-10-01-16-40-25.jpg)
কী বলছেন স্বস্তিকা...
Swastika Mukherjee-Durga Puja 2025: আজ দুর্গোৎসবের প্রায় শেষ। মহানবমী অর্থই এই নিশি না পোহালেই যেন বেশ কিছুটা স্বস্তি। আজকের রাতটাই, এরপর সেই একঘেয়ে জীবন। উমা আবারও কৈলাসে ফেরার পালা। বাঙালি সারাবছর এই ৫দিনের জন্যই যেন অপেক্ষা করে থাকে। এছাড়াও, এই পুজোর সময় বেশ কিছু প্রতিশ্রুতিও নিজেকে দেওয়ার থাকে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সেই কাজটাই করে ফেলেছেন।
এবার পুজো বেশ আনন্দে কাটিয়েছেন তিনি। শাড়িতে সেজে উঠেছেন প্রতিনিয়ত। কখনও মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছেন। পুজোর নানা নিয়মেও তাঁকে দেখা গিয়েছে। মহানবমীর পুজোতেও তিনি আরতিতে সঙ্গ দিয়েছেন। সমাজ মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন তিনি। যেখানে নিজেকে এক দারুণ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন..
Ushasie Chakraborty: যোগাযোগের রাস্তা নেই? পুজোর মাঝেই সব ছেড়েছুড়ে বড় সিদ্ধান্ত উশষীর
"শুভ নবমী.. এই পুজোয় আমি নিজেকে একটা প্রতিশ্রুতি দিয়েছি। ছাগলদের কমেন্ট আর রিপ্লাই দেব না। যদিও চোখে পড়লে হাতটা বেশ ইশপিশ করে, মনে হয় চুপ না থেকে উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু আমি মনে করি, সেটার কোনো মূল্য নেই।" কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? তাহলে কি প্রতিবাদ করতে করতে আজ তিনি খুব ক্লান্ত? অভিনেত্রী আরও লিখলেন..
"ট্রোলিং এখন আর ট্রোলিং নেই, এটা যেন এক মহামারির রূপ নিয়েছে। আমাদের সবার জীবনেই নানা রকম ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, অতিরিক্ত নেতিবাচকতার কোনো দরকার নেই। ব্লক এখন নতুন অর্থ খুঁজে পেয়েছে। আমাকে যারা ভালোবাসেন, তাঁদের সবাইকে ভালোবাসা। আমি সেটার সঙ্গেই বাঁচব।" মাতৃ আরাধনার পরেও যে নারীদের প্রতিনিয়ত নানা ধরণের বডি শেমিং-এর শিকার হতে হয়, এ দৃশ্য সমাজের নানা স্তরে দেখতে পাওয়া যায়। সেই বিষয়কেও উল্লেখ করেছেন তিনি। সবশেষে এও বলছেন..
"আর স্যালুট সব নারীকে, যারা প্রতিটি পদক্ষেপে বডি শেমিং, এজ শেমিং-এর বিরুদ্ধে লড়াই করছেন। আমরা বিজয়ী হবো তখনই, যদি আমরা এই লজ্জার বোঝা বয়ে বেড়ানো বন্ধ করি। আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা।"