Ushasie Chakraborty: যোগাযোগের রাস্তা নেই? পুজোর মাঝেই সব ছেড়েছুড়ে বড় সিদ্ধান্ত উশষীর

পুজো চলাকালীন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শাড়িতে সেজে গুজে তিনি এই পুজোয় কী করতে চলেছেন সেটাই জানিয়েছেন। সব ছেড়েছুড়ে তিনি চললেন। তাঁর সঙ্গে যে যোগাযোগের কোনও পথ থাকবে না, সেও জানালেন তিনি।

পুজো চলাকালীন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শাড়িতে সেজে গুজে তিনি এই পুজোয় কী করতে চলেছেন সেটাই জানিয়েছেন। সব ছেড়েছুড়ে তিনি চললেন। তাঁর সঙ্গে যে যোগাযোগের কোনও পথ থাকবে না, সেও জানালেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
508004575_1272471247584220_3380059788526310449_n

কোথায় চললেন তিনি?

পুজোর মাঝেই বড় সিদ্ধান্ত। এবং, নিজে মুখেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী উশষী চক্রবর্তী। তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। এবং, নানা ধরণের কনটেন্ট তিনি উপহার দিয়ে থাকেন। পর্দার জুন আন্টি নামে খ্যাত এই অভিনেত্রী নিজের নানা কন্টেন্টের জন্য যেমন নেগেটিভ প্রতিক্রিয়া পান ঠিক তেমনই অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেন। 

Advertisment

তবে, পুজো চলাকালীন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শাড়িতে সেজে গুজে তিনি এই পুজোয় কী করতে চলেছেন সেটাই জানিয়েছেন। সব ছেড়েছুড়ে তিনি চললেন। তাঁর সঙ্গে যে যোগাযোগের কোনও পথ থাকবে না, সেও জানালেন তিনি। অভিনেত্রীকে বলতে শোনা গেল, "সবাইকে আমি পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার কন্টেন্টের অপেক্ষা করে থাকো, তাঁদের বলছি আমি পুজোর এবং তাঁর পরবর্তী সময়ে থাকছি না।"   

শরীর-চোখ হলুদ, গুরুতর অসুখে ছারখার, দু সপ্তাহ হাসপাতালে অভিনেত্রী..

হঠাৎ সব ছেড়ে কোথায় যাচ্ছেন তিনি? কেনই বা যাচ্ছেন? অভিনেত্রী বলছেন, "আমি ঘুরতে যাচ্ছি না। দক্ষিণ ভারতের একটা অনেক পুরনো যোগা ট্রেনিং সেন্টার আছে সেখানে যাচ্ছি। ফিরে এসে আমি শেখাবো কি শেখাবো না জানি না। সবটাই সময়ের ব্যাপার। যদি ঠিকমতো শিখে আসতে পারি, নিশ্চয়ই শেখাব। কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন যেহেতু খুব ট্র্যাডিশনাল জায়গা তাই বেশ কিছু নিয়ম সেখানে আছে। এবং টানা একটা মাস সেখানে থাকতে হবে।" উশষী বলছেন...

Advertisment

"সেখানে অনেক কনটেন্ট থাকবে। কিন্তু ওখানে খুব  নিরিবিলি, একদম অন্যরকম পরিবেশ। কিন্তু সেখানে ফোন রাখা যাবে না। ইন্টারনেট পরিশেবা সেখানে নেই-ই প্রায়। পুজো থেকে শুরু করে ভাইফোঁটা আমি একটা মাস সোশ্যাল মিডিয়ায় থাকব না। চেষ্টা করব কনটেন্ট দেওয়ার, কিন্তু আগে থেকেই সরি বলে নিচ্ছি। আর আমি প্রমিস করছি ফিরে এসে জানাব ঠিক কী কী শিখে এলাম।" 

Durga Puja 2025 Entertainment News Today Usashie Chakraborty