গতকাল গোটা কলকাতা যখন ভাসছে বৃষ্টিতে, তখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেকেই। তাঁর মধ্যে রয়েছেন তারকাদের পাশাপাশি ডাক্তার থেকে আইনজীবীরা। কিন্তু, তারকারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে অনেকেই বেশ অবাক।
সেই তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সোহিনী সরকার এবং শ্রীলেখা মিত্র এমনকি দেবলীনা দত্তরা। যদিও বা অনেকেই কটাক্ষের শিকার হয়েছেন। শেষ কিছুদিন সেই তালিকায় জুড়েছেন স্বস্তিকা নিজেও। অভিনেত্রী ঝড় জল বন্যাকে উপেক্ষা করেই আন্দোলনে সামিল হচ্ছেন। কিন্তু, কিছুদিন আগেই তিনি টেক্কার পোস্টার আপলোড করতেই তাঁর দিকে কটাক্ষ ধেয়ে আসে।
যিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, যে উৎসবে ফিরছেন না, তাহলে উৎসবে নিজের নতুন সিনেমার প্রচার করছেন কেন? তাঁকে দুমুখো তকমা পর্যন্ত দেওয়া হয়। কিন্তু, তারপর অনেকে এমনও বলেন, চাকরি করে যারা আন্দোলন করছেন তারা যেমন নিজের কাজ ছাড়ছেন না, তাহলে সিনেমা এবং অভিনয় তো স্বস্তিকার পেশা? তাহলে তিনি কেন কাজ করবেন না? কিন্তু, একদিকে যেমন তিনি কটাক্ষ শুনলেন, ঠিক তেমনই গতকাল তাঁকে নড়ানো গেল না আন্দোলন থেকে।
গোটা কলকাতা তখন বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম। কিন্তু ত্রিপল ও ছাতা মাথায় ঠাঁয় দাঁড়িয়ে রইলেন তাঁরা। কিছুতেই আন্দোলন এবং জমায়েত থেকে তাঁদের ওঠানো গেল না। বরং, বৃষ্টিতেও স্লোগান দিয়ে তারা জারি রাখলেন প্রতিবাদ। আর স্বস্তিকা সেইসব ভিডিও শেয়ার করলেন সমাজ মাধ্যমে। এমনিও তিনি নানা কিছু নিয়েই মন্তব্য করছেন। প্রশ্ন তুলছেন বিতর্কিত কাণ্ডে।
উল্লেখ্য, স্বস্তিকার সেই ভিডিও এবং আন্দোলনের রেশ চমকে দিয়েছে সকলকে। মানুষ যেমন তাঁকে স্যালুট জানিয়েছেন, তাঁর পাশাপাশি অনেকেই এও দাবি করলেন যে, যাই হয়ে যাক স্বস্তিকা নিজের জায়গা থেকে নড়বেন না। তাই তো, মানুষের কটাক্ষ শুনেও তিনি আন্দোলনে অংশ নিলেন। তাতে তাঁর হিরোইন সুলভ আচরণ গেলে যাক। কিন্তু তিনি নড়বেন না। তাই তো পোস্ট করে এও লিখলেন...
"কয়েক মাস আগে হয়ত এই ছবিগুলো কোনদিন শেয়ার করতাম না, হাত মোটা লাগছে, ডবল চিন দেখা যাচ্ছে, এই সেই, এখন মনে হচ্ছে চুলোয়ে যাক, সর্বস্ব দিয়ে প্রতিবাদ টা হোক। বিচার আসুক। তারপর শরীরের দিকে মন দেব। হিরোইন সুলভ আচরণের সময় আবার পরে আসবে।"
কিন্তু, এ প্রথমবার না। আর আগেও আন্দোলনে হেসে সামিল হয়েছিলেন বলেই, তাঁকে তুলোধোনা করেছিলেন বেশিরভাগ। তাতেও তিনি হেসে উড়িয়ে দিয়েছেন সমস্ত অভিযোগ। আর এবারও, পরোয়া না। বরং মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টাই আসল তাঁর কাছে।