Advertisment

Ritabhari Chakraborty: নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর, অভিনেত্রীর 'বিশেষ' আবদারে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী?

Ritabhari Chakraborty - Mamata Banerjee: গতকাল অভিনেত্রী গিয়েছিলেন নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময় তার কী কথা হলো? অভিনেত্রী প্রকাশ করলেন সেসব। যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হতে পারে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ritabhari mamata

Ritabhari To CM Mamata Banerjee: টলিউড নিয়ে কী কী কথা হল ঋতাভরীর?

গতকাল বিকেল হতে জানা গিয়েছিল, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন। তারপর থেকেই সকলের প্রশ্ন ছিল, কী কী প্রসঙ্গ উত্থাপিত হতে পারে সেখানে। 

Advertisment

বেশ কিছুদিন আগে অভিনেত্রী, সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে দিনের পর দিন টলিউডের অভিনেত্রীরা, যৌন হেনস্তা, যৌন নিগ্রহ এবং শ্লীলতাহানির শিকার হন। এবং বিদেশের শুটিং থেকে ফিরে অভিনেত্রী তড়িঘড়ি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেখানে কী নিয়ে আলোচনা হল, এ প্রসঙ্গেও তিনি লিখলেন। 

কী কথা হল তাঁর মুখ্যমন্ত্রীর সঙ্গে? 

ইন্ডাস্ট্রিতে নারী নিগ্রহের কথা নতুন নয়। দিন দুয়েক আগেই এক অভিনেত্রীর অভিযোগের কারণেই অরিন্দম শীলের বিরুদ্ধে এফ আই আর হয়। তাই দিনের পর দিন যা তারা সহ্য করেছেন, আর মেনে নিতে নারাজ। ঋতাভরী সমাজ মাধ্যমে লিখলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কী আলোচনা হয়েছে। অভিনেত্রী লিখছেন...

"গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হল। উনি আমাকে জানালেন যা আমি যে প্রস্তাব দিয়েছিলাম হেমা কমিটির মত আর একটি রিপোর্টিং কমিটি গঠনের, তা তিনি ভেবে দেখবেন। আমার অনুরোধ এটাই ছিল, যে সেই কমিটিতে কোন রাজনৈতিক নাম কিংবা কোনরকম চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রীদের কেউ থাকবে না। একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হবে যাতে সদস্য থাকবেন পাঁচ জন।" 

আরও পড়ুন -   Mamata Banerjee - Tollywood: 'মানে মানে গদি ছাড়ুন..', মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফিরুন' মন্তব্যে ধিক্কার মানসী-শ্রীলেখাদের

অভিনেত্রী তার পাশাপাশি এও জানালেন, "একজন ফরমার জাস্টিসের নেতৃত্বে কমিটি গঠন করা যেতে পারে যেখানে বিভিন্ন পেশার, মহিলারা যেমন ডাক্তার কিংবা আইনজীবী কিংবা অন্য কেউ থাকবেন যারা, যৌন নিগ্রহ এবং যৌন হেনস্তার রিপোর্ট খতিয়ে দেখবেন। দীর্ঘকাল ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হয়ে আসছে। আর এটাই আমাদের প্রথম পদক্ষেপ রাক্ষসদের জায়গা দেখানোর জন্য।" 

আরও পড়ুন  -  Debleena Dutta: 'টলি তারকা মদ্যপ অবস্থায় ঘরে ডেকে...', যৌন হেনস্থার শিকার দেবলীনাও!

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঋতাভরীর কাছ থেকে টলিউডে ঘটে যাওয়া ভয়ংকর অভিযোগের কথা শুনেছেন। অভিনেত্রী বলেন, "কোন পলিটিক্যাল পার্টি নয়, আমি ইন্ডাস্ট্রির একজন মহিলা হয়ে তার কাছে গিয়েছিলাম। হয়তো সময় লাগবে। কিন্তু আশা করছি সে রাক্ষসদের চিহ্নিত করে আমরা তাদেরকে এখান থেকে ঝেড়ে ফেলতে পারব।" 

Ritabhari Chakraborty Chief Minister Mamata CM Mamata banerjee Actress Ritabhari
Advertisment