Advertisment

Swastika Mukherjee: 'সারাক্ষণ মহিলাদের বুক পেট নিয়ে কথা...', কার উদ্দেশ্যে এমন বলেন স্বস্তিকা?

swastika Mukherjee updates: অভিনেত্রী যেমন প্রতিবাদ করছেন, তেমনই তাঁকে দেখা যাচ্ছে তিনি নিজের ছবি নিয়েও আলোচনা করছেন। আর সেকারণেই তাঁকে শুনতে হচ্ছে কটাক্ষ। আর এবার স্বস্তিকা যা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
swastika1

Swastika Mukherjee: স্বস্তিকা আন্দোলনের পাশাপাশি এবার বললেন...


স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই খুব স্পষ্ট বক্তা। যেভাবে তাকে আক্রমণ করা হয়, তিনিও সোজাসাপ্টা জবাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেন। এবারও ব্যতিক্রম নয়। আর জি কর কাণ্ডে প্রতিবাদে রাস্তা নেমেছে নারীরা। তারা বরাবরই নারী সুরক্ষা, এবং নারী স্বাধীনতার দাবি রেখেছেন।

Advertisment

স্বস্তিকা মুখোপাধ্যায় ব্যতিক্রম নয়। অভিনেতাদের মধ্যে অনেকেই রাস্তায় নেমেছেন। আর তারপর থেকেই শুরু হচ্ছে ট্রোলিং। বিশেষ করে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, এমনও বলা হয়েছে যিনি বললেন উৎসবে ফিরবেন না তিনি পুজোয় সিনেমা রিলিজ করছেন কেন? যদিও, এতে খুব একটা যায় আসে না অভিনেত্রীর। বারবার তিনি একই কথা বলেছেন, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কি কাজ করছেন না? সুতরাং সিনেমাটা আমাদের কাছে কাজ, আর বাকিদের কাছে বিনোদন।

সারা শহর জুড়ে টেক্কার পোস্টার। দেবের সিনেমায় স্বস্তিকা মুখোপাধ্যায় ফিরছেন। ছবির প্রেক্ষাপটকে মাথায় রেখে সম্প্রতি একটি পোস্টার এমন বানানো  হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বস্তিকার মুখ, পাশে লেখা আমার মেয়েকে কে ফেরাবে? আর এই পোস্টারটি চোখে পড়ে কুনাল ঘোষের। তিনি বরাবরই যে কোন বিষয়ে মন্তব্য করে থাকেন। এবারও কুনাল ঘোষ বলছেন...

কী বলেছিলেন কুণাল? 

"যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।" প্রসঙ্গত এ কথা অজানা নয়, কিছুদিন আগে কুনাল ঘোষ এবং দেবাংশু দুজনে মিলে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে, যা নয় তাই মন্তব্য করেন। একজন অভিনেত্রী উদ্দেশ্যে তারা এমনও বলে, 'যে বদন বিগড়ে গিয়েছে সিরিয়ালে আর কাজ পাচ্ছে না।'

আরও পড়ুন  -  Koel Mallick: রাজ্যের পরিস্থিতি ভাল নয়, ১০০ বছরে পা মল্লিক বাড়ির পুজোর, বিরাট সিদ্ধান্ত কোয়েলদের 

যেখানে নারী সুরক্ষা এবং নারীর সম্মান নিয়ে কথা হচ্ছে, সেখানে দেবাংশু এবং কুনালের এই ধরনের মন্তব্য বেশ প্রভাব ফেলে সাধারণ মানুষের উপর। এমনকি টলিউডের অনেকেই এর প্রতিবাদ করেন। আর এবার স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী ধুয়ে দিলেন কুনাল ঘোষকে। প্রেসিডেন্সি কলেজের রাজ্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় হাজির হয়েছিলেন স্বস্তিকা। সেখানে তিনি কুনাল ঘোষ এর উদ্দেশ্যে বলেন...

স্বস্তিকার কী বক্তব্য? 

"কুনাল ঘোষ যিনি কটাক্ষটা আমাকে করেছেন, তার উচিত দেব কিংবা সৃজিতের সাথে কথা বলা। ডিসিশনটা ওরা নেয়। সুতরাং পোস্টারে আমাকে নিয়ে কী লেখা থাকবে কি না থাকবে সেটা আমার সিদ্ধান্ত নয়। হ্যাঁ যদি বলেন ছবিটা তবে আমার এই ছবিটা আমার পছন্দ নয়। সেটা সৃজিতকে অনেকবার বলেছি কিন্তু পাত্তা দেয় নি।" তিনি আরো বলেন...

"মহিলারা শুধু একটি মাংসপিণ্ড। আমাকে যদি কটাক্ষ করতে হয়, তাহলে আমার বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করুক আমার পড়াশোনা নিয়ে কটাক্ষ করুক। সেসব বাদ দিয়ে একজন মহিলার শরীর নিয়ে এদের বেশি মাথাব্যথা। কথাগুলো যারা বলছে, তারা কি জন আব্রাহাম? যেটা সারাদিন সারাক্ষণ মহিলাদের বুক পেট নিয়ে মন্তব্য করে, তাঁরা কি হৃত্বিক রোশনের মত?"

স্বস্তিকা বড্ড সত্যি কথা বলেন। বেশিরভাগই এমন মন্তব্য করেন আপনার কোন ক্ষতি যেন না হয়। তার পাশাপাশি তারা এও বলেন, আপনার মত কিছু নায়িকাদের এই সমাজে সত্যিই প্রয়োজন। যারা মানুষের পাশাপাশি, মুখোশের আড়ালে মানুষদেরও ভাল চিনতে পারেন।

tollywood Swastika Mukherjee tollywood news Tollywood Actress
Advertisment