/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/wastika.jpg)
বৃন্দাবনে স্বস্তিকা মুখোপাধ্যায়
২০১৪ সাল থেকে দোলের রং গায়ে মাখেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। মাঝখানে নয়-নয়টা বছর পার হয়ে গিয়েছে। শেষমেশ অভিনেত্রীর জীবনে ধরা দিল বসন্ত। তবে কলকাতায় নয়, একেবারে বৃন্দাবনে গিয়ে দোল উদযাপনে মাতলেন স্বস্তিকা। সঙ্গী বন্ধুবান্ধব।
কখনও পরনে শাড়ি। আবার কখনও বা সুতির কুর্তা-পাজামা। সঙ্গে মানানসই গয়না। শরীর-শাড়িতে আবিরের রং মাখামাখি। সোশ্যাল মিডিয়ায় এভাবেই বৃন্দাবনের রঙিন মুহূর্তগুলো ভাগ করে নিলেন স্বস্তিকা। সেই ছবির ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন যে, নয় বছর পর রং খেললেন তিনি।
স্বস্তিকার কথায়, "৯ বছর পর হোলি খেললাম। ২০১৪ সালের পর থেকে দোলে না বাড়ির বাইরে পা রেখেছি না রং ছুঁয়েছি। এইবছর সমস্ত বকেয়া মিটিয়ে নিয়েছি আর ভবিষ্যতের জন্য অতিরিক্ত পয়েন্টও বাড়িয়ে ফেলেছি। এটা বৃন্দাবনে। রাধে রাধে..।"
প্রসঙ্গত, বৃন্দাবনে প্রতিবছরই ধুমধাম করে হোলি পালন হয়। তাই স্বস্তিকা এবার দোল উদযাপনের জন্য সেই তীর্থক্ষেত্রকেই বেছে নিয়েছেন। নায়িকার সঙ্গে দেখা গেল তাঁর বেশ কজন বন্ধুবান্ধবকে। বছর খানেক বাদে হোলির আমেজে মেতে তিনি যে বেশ খুশি হয়েছেন, তা তাঁর চোখেমুখে ধরা পড়ল।
<আরও পড়ুন: মার্কিন মুলুকে বিদেশি বন্ধুদের সঙ্গে দেশি স্টাইলে হোলি খেললেন প্রিয়াঙ্কা-প্রীতি জিন্টারা, দেখুন>
Played #Holi after 9 years. Hadn’t left home or touched colours after 2014.
This year have cleared dues of the past and gained some extra points for future 💃🏽❤️
Brindavan it was. Radhe Radhe 🙏🏼 pic.twitter.com/T4AXoPbi7p— Swastika Mukherjee (@swastika24) March 9, 2023
উল্লেখ্য, টলিপাড়ার থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় এখন মুম্বইয়ের কাজে বেশি ব্যস্ত। খান কয়েক হিন্দি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। প্রশংসাও কুড়িয়েছেন। এককথায়, বঙ্গকন্যা এখন হিন্দি ওটিটি ময়দানের জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। কলকাতার থেকে এখন মায়ানগরীতেই তাঁর সময় বেশি কাটে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us