মনের কথা অকপট বলে ফেলায় বিশ্বাস করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কে কি ভাবলেন, তাতে তিনি বিচলিত হন না। তবে আপাতত মিঠুন চক্রবর্তীকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বস্তিকা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দ্য তাসখন্দ ফাইলস’ ছবির পোস্টার। সেখানে রাজনৈতিক নেতা শ্যাম সুন্দর ত্রিপাঠির ভূমিকায় দেখা যাবে মিঠুনকে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।
I will watch this film. 1st day 1st Show. Only for Mithun da. Have missed him for too long. https://t.co/tLD9BIaW2D
— Swastika Mukherjee (@swastika24) March 22, 2019
https://platform.twitter.com/widgets.js
তাসখন্দে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর নেপথ্যে থাকা ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্যই এ ছবির বিষয়বস্তু। আর তাই এই মুহূর্তে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তথা ‘ঘরের ছেলে’ মিঠুন চক্রবর্তীর এই ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন, গানে গানে বন্ধুত্বের চেনা মেজাজটাকেই ধরছে ‘তারিখ’
এই ছবিতে লাল বাহাদুর শাস্ত্রীর চরিত্রে দেখা যাবে নাসিরউদ্দিন শাহকে। ‘দ্য তাসখন্দ ফাইলস’ -এর পরিচালনা করেছেন বিবেক রাজন অগ্নিহোত্রী। ছবিতে নাসির ও মিঠুন ছাড়াও দেখা যাবে শ্বেতা বসু প্রসাদ, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক, মন্দিরা বেদী, পল্লবী যোশী, অঙ্কুর রাঠিদের। সব মিলিয়ে একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়ের উপর নির্মীত ছবি মুক্তি পেতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই সিনেমাটির প্রথম দিনের প্রথম প্রদর্শনী দেখতে চান স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী লিখেছেন, ”আমি ছবিটা প্রথম দিনে প্রথম শোয়েই দেখব। শুধুমাত্র মিঠুন দার জন্য। বড়পর্দায় অনেকদিন তাঁকে মিস করেছি”। প্রসঙ্গত, বাংলাদেশি ছবি ‘হাসান রাজা’য় (২০১৭) শেষ দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।