Advertisment

Swastika Mukherjee: 'এখন আবার সবুজ না, নতুন শব্দ হলো চটি-চাটা', গালিগালাজ-আক্রমণের মুখেই বড় স্বীকারোক্তি স্বস্তিকার...

Swastika Mukherjee Updates: আন্দোলনে মুখর বাংলা। কিন্তু, বারবার তাঁকে রাজনৈতিক দলের রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে তাতে বিরক্ত স্বস্তিকা... সমাজ মাধ্যমের পাতায় একের পর এক দল নিয়ে লিখলেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Swastika mukherjee RG kar

Swastika on Protest: দলীয় রঙ নিয়ে কী বলছেন স্বস্তিকা?

রাস্তায় নেমে প্রতিবাদ করতে গেলে যে মানুষের এত গালিগালাজ-কটাক্ষ শুনতে হবে, যেন ভাবেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ের কাছ থকে দেশে ফিরেই পথে আন্দোলনে নামলেন, তারপর থেকেই কেউ তাঁকে লালে ফেলছেন, কেউ সবুজে ঠেলছেন।  

Advertisment

একজন অভিনেত্রী, যিনি পথে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলনে রত, তিনি সেলফি কেন তুললেন? হাসলেন কেন? এই নিয়েও নানা কটাক্ষ, নানা ট্রোল। তাতে 'যা ইচ্ছে ট্রোল করবি কর' বলেই গর্জে ওঠেন অভিনেত্রী। তবে, এই দলীয় রঙে তাঁকে ডুবিয়ে দেওয়ার ঘটনা আর মেনে নিতে পারছেন না। তাই তো সমাজ মাধ্যমে তিনি লিখছেন... 

"কাউকে কমরেড বলে সম্মোধন করলে আমি নিশ্চিত লাল, এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চোটির ছবি দিয়েছিলাম বলে আমি সবুজ। ওহ সরি মাঝে দুটো চকলেট ও নিয়েছিলাম। ওহ সরি আমার কলিগ সায়নিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। ওহ সরি এখন আবার সবুজ না বলে নতুন শব্দ হলো চটি-চাটা। 'রং দে তু মোহে গেরুয়া' গান টা গাইলে আমি গেরুয়া। আজাদি স্লোগান তুললে আমি জেএনইউ - ওহ না না ওরা তোহ কোন দল না, ভুলে যাই।" 

আরও পড়ুন  -  'কেন্দ্রীয় পুরস্কার ফেরত দেবেন তো?' ব্রাত্য বসুকে স্পষ্ট উত্তর জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের

কাউকে কমরেড বলে সম্মোধন করলে আমি নিশ্চিত লাল, এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চোটির ছবি দিয়েছিলাম বলে আমি...

Posted by Swastika Mukherjee on Thursday, September 5, 2024

একের পর এক শীর্ষ নেতৃত্বের দল নিয়ে অভিনেত্রী সরব। আরও কোনও দলে কী বাদ পড়ল সেই নিয়ে অভিনেত্রী লিখছেন... "আর কিছু বাদ পড়ল? কংগ্রেস বোধহয় কারুর সাতে পাঁচে থাকেনা, ওরা কোনোদিন গালাগাল দেয়নি। মনে হয় ওরা এই সব আই-টি সেল জাতীয় ব্যাপারে খরচা কম করে। এই যে মাস পিটিশন বা মাস কনভেনশন টাইপ এর মাস নোংরামো, মাস গালাগাল, মাস ভুয়ো তথ্য ছড়ানো, মাস মিম বানানো, মাস কার্টুন আঁকা প্রতিযোগিতা - এইসব করতে তো খরচা লাগে। আমাদের ট্যাক্স এর টাকায় কি আমরাই গালাগাল খাচ্ছি ?" 

সৃজিত কী শেখালেন তাঁকে? 

প্রতিদিন কোনও না কোনওভাবে গালাগাল খাচ্ছেন তিনি। কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। যারা প্রতিবাদ করছেন না, তাঁদের কী বলছেন স্বস্তিকা? "যারা প্রতিবাদ করছেন না, এসবের আবার কী দরকার ভেবে, তারা এই ব্যাপারটা একটু ভেবে জানাবেন তো। কমেন্ট সেকশন যেখানে গালাগাল দিচ্ছেন সেখানে জানিয়ে দেবেন, ওটা সর্বদা খোলা থাকবে। আগে থেকে থ্যাংক ইউ বলে দিলাম। কাল সকাল থেকে আবার ফুটেজ খেতে রাস্তায় নামতে হবে, তাই আর সময় পাবো না। এমনিও ঘুম আসছেনা, ভাবলাম কাজ টা সেরে ফেলি। সেদিন  সৃজিত একটা দারুণ কথা শেয়ার করল। ওর নিজেকে রাজপাল যাদব এর মতন লাগছে, বলে এই টা বলল, আমি কি মন্দিরের ঘণ্টা, যে আসবে বাজিয়ে চলে যাবে?" 

Swastika Mukherjee Tollywood Actress tollywood tollywood news RG Kar Case
Advertisment